2025-07-16
Ramnagar, Agartala,Tripura
অপরাধ দেশ বিশ্ব

বাংলাদেশের জলসীমায় ৩৪ মৎস্যজীবী আটক বাংলাদেশি নৌবাহিনীর হাতে

জনতার কলম ওয়েবডেস্ক :- আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে ফের ভারতীয় মৎস্যজীবীদের আটক করল বাংলাদেশের নৌবাহিনী। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ অঞ্চল থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়েন ৩৪ জন ভারতীয় মৎস্যজীবী। ঘটনার পর তাঁদের আটক করে মোংলা বন্দরে নিয়ে যাওয়া হয়। বাজেয়াপ্ত করা হয়েছে তাঁদের ব্যবহৃত দুটি ট্রলার ‘এফবি বাড়’ ও ‘এফবি মঙ্গলচণ্ডী ৩৮’।

সূত্রের খবর, গভীর রাতে মোংলা বন্দরের আশপাশে মাছ ধরার সময় বাংলাদেশ নৌবাহিনীর টহলদার বাহিনী তাঁদের গতিবিধিতে সন্দেহ করে। এরপর নজরদারি চালিয়ে ভারতীয় ট্রলার দুটি অনুসরণ করে আটক করা হয়। ট্রলার-সহ আটক ৩৪ জন মৎস্যজীবীকে নেওয়া হয় মোংলা বন্দরে। বাংলাদেশের প্রশাসন জানিয়েছে, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

এই ঘটনায় গভীর উদ্বেগে রয়েছেন ধৃতদের পরিবার। কাকদ্বীপ, নামখানা-সহ সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় ছড়িয়েছে চরম উৎকণ্ঠা। এক স্ত্রী সংবাদমাধ্যমকে জানান, ‘স্বামীকে আটক করা হয়েছে শুনে রাতে ঘুম হচ্ছে না। ও ভালো আছে শুনেছি, কিন্তু না ফিরলে মন শান্ত হচ্ছে না। ঘটনার পর পশ্চিমবঙ্গ রাজ্য মৎস্য দফতর তৎপর হয়ে ওঠে। বাংলাদেশের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে ধৃত মৎস্যজীবীদের মুক্তির জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে সরকারি সূত্রে। তবে বারবার এমন ঘটনার পুনরাবৃত্তিতে প্রশ্ন উঠছে ভারতীয় ট্রলারগুলির জিপিএস ও ন্যাভিগেশন সিস্টেমের কার্যকারিতা নিয়ে। একইসঙ্গে, উপকূলরক্ষী বাহিনীর নজরদারি এবং মৎস্যজীবীদের সচেতনতা নিয়েও তৈরি হয়েছে সংশয়।

সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের নেতা সতীনাথ পাত্র বলেন, “এ ধরনের ঘটনা একেবারেই নতুন নয়। আগেও ভারতের ট্রলার ভুল করে বাংলাদেশে ঢুকে পড়েছে। আবার বাংলাদেশের ট্রলারও ভারতের জলসীমায় এসেছে। তবে বাংলাদেশ আগে এত সক্রিয় ছিল না। এখন থেকে মৎস্যজীবীদের আরও সতর্ক হতে হবে। এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের ভূমিকা ও প্রতিক্রিয়া যেমন নজরে আসছে, তেমনই ভারতের তরফে এই ধরনের ঘটনা রোধে কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি জোরাল হচ্ছে। সমুদ্রসীমার স্পষ্টতা, প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং আন্তদেশীয় সমন্বয়ের অভাবেই বারবার এমন পরিস্থিতি তৈরি হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service