2024-12-21
Ramnagar, Agartala,Tripura
দেশ রাজনৈতিক

বাংলাদেশিদের জন্যে বাংলার দরজা খোলা : মমতার বক্তব্যে CAA নিয়ে কটাক্ষ করলেন সাংসদ রবিশঙ্কর প্রসাদ

জনতার কলম ওয়েবডেস্ক :- বিগত কয়েকদিন ধরে ছাত্র-ছাত্রীদের কোটা বিরোধী আন্দোলের কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে বাংলাদেশ। এবার একুশের মঞ্চেও মমতার মুখে শোনা গেল বাংলাদেশের প্রসঙ্গত। দিলেন সাহায্যের বার্তা। সাফ বললেন, অসহায় মানুষ বাংলার দরজায় কড়া নাড়লে, সাহায্য করব’। মুখ্যমন্ত্রী আরো বলেন “বাংলাদেশে যদি আপনাদের কোনও পরিবার থাকে, পরিজন থাকে, কেউ পড়াশোনা করতে যান, কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন, যদি কোনও সহযোগিতার প্রয়োজন হয় আমরা করব।”

এরই পরিপেক্ষিতে সোমবার বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছিলেন যে বাংলাদেশে যাই ঘটছে না কেন, তিনি তার দরজা খোলা রাখবেন এবং যে কাউকে পশ্চিমবঙ্গে প্রবেশ করতে দেবেন। মমতা জি, আপনি সেই ব্যক্তি যিনি সিএএ সম্পর্কে বলেছিলেন যে আমরা হতে দেব না। যে কোনো হিন্দু, শিখ, পার্সি বা খ্রিস্টান উদ্বাস্তু বাংলায় প্রবেশ করলে মমতাজি সবসময়ই CAA-এর বিরোধিতা করেছেন, যেখানে CAA-র ভারতের নাগরিকদের সঙ্গে একেবারেই কোনো সম্পর্ক ছিল না, তা হিন্দু বা মুসলিমই হোক।

বার বার সংবিধানের কথা বলে এরা তাদের কি এই সংবিধানে অধিকার আছে? এই সংবিধানের অধিকার ভারত সরকারের একমাত্র আছে। কাকে ভারতে প্রবেশ করাবে না করাবে। তিনি এদিন আরো বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উদ্দেশ্যে, ৭১যুদ্ধের সময় তৎকালীন কেন্দ্র সরকারওই সিদ্ধান্ত নিয়েছিল। এখন এইটা সম্পূর্ণ বাংলাদেশ সরকারের ঘড়ুয়া ব্যাপার এই সমস্যা সমাধান হউক আমরা এটাই চাইবো আমরা এই সমস্যায় জড়াতে চাইনা। কিন্তু একজন মুখ্যমন্ত্রী ডাইরেক্ট ঘোষণা করে এইটার কি মতলব? আপনি কি ভারতের একতা ভাঙতে চান?

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service