জনতার কলম ওয়েবডেস্ক:- বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পর এবার বাংলায় ভোটার তালিকা সংশোধনের দাবি তুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। তিনি জানালেন যে বিহারের মতো পশ্চিমবঙ্গেও এটা করা জরুরি। এখানেই শেষ নয়, তিনি এটাও দাবি করেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারী মুসলমানদের বাঁচানোর চেষ্টা করছেন। এছাড়াও তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে বাংলাদেশি, বাঙালি ও বাংলাভাষীদের ভুলিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ তুলেছেন।
বর্তমানে বিহারে হওয়া ভোটার তালিকায় নিবিড় সংশোধনে বাদ পড়েছে ৫৬ লক্ষ ভোটারের নাম। যা হইচই ফেলে দিয়েছে গোটা ভারতবর্ষে। শুধু এই ইস্যু নয়, এই মুহূর্তে যেভাবে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার শিকার হতে হচ্ছে, তা নিয়েও শোরগোল পড়ে গিয়েছে দেশে। বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস দুই ইস্যু নিয়েই সরব হয়েছে এবং বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছে। এখানেই শেষ নয়, ঘাসফুল শিবির বিজেপিকে ‘বাংলা বিরোধী’ তকমা পর্যন্ত দিয়েছে।
এবার এই প্রসঙ্গে নিজের অবস্থান জানালেন গেরুয়া শিবিরের বিতর্কিত নেতা দিলীপ ঘোষ। প্রাক্তন রাজ্য সভাপতির বক্তব্য, ‘মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন বাঙালি, বাংলাদেশী ও বাংলাভাষীদের গুলিয়ে দেওয়ার। অনুপ্রবেশকারী মুসলমানদের উনি বাঁচাতে চাইছেন। আমরা চাই বিহারের মতো এই রাজ্যতেও ভোটার লিস্ট সংশোধন হোক। নাহলে সুষ্ঠুভাবে ভোট করানো যাবে না। যারা বছর দশেক আগে বাংলাদেশ থেকে এসেছেন এবং যারা প্রথম থেকে এখানে রয়েছেন, দুজন কি এক হতে পারে? যাদের নাম দুই দেশের ভোটার লিস্টে রয়েছে, তাদের শীঘ্রই চিহ্নিত করা দরকার।’
Leave feedback about this