2024-11-07
agartala,tripura
অপরাধ রাজ্য

বহিঃরাজ্যে যাওয়ার পথে আটক এক মহিলাসহ তিন বাংলাদেশী নাগরিক 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাংলাদেশের সাম্প্রতিক ঘটনায় সীমান্তে কড়া নজরদারি রয়েছে। যাতে অবৈধ অনুপ্রবেশ না ঘটে। সীমান্তে কড়া নজরদারির পরও বাংলাদেশী অনুপ্রবেশ ঘটছে বলে অভিযোগ। গোপন খবরের ভিত্তিতে শুক্রবার আগরতলার চন্দ্রপুর আই এস বি টিতে অভিযান চালিয়ে এক মহিলা সহ তিন বাংলাদেশী নাগরিককে আটক করে।

অভিযোগ তারা সেখানে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছিল। তারা বহিঃরাজ্যে যাওয়ার জন্য চন্দ্রপুর বাসস্ট্যান্ডে যায়। ধৃতরা হলো মহম্মদ সিরাজুল শেখ, মহম্মদ আলামিন ও ফাতেমা বেগম। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় পুলিস মামলা নিয়েছে। তাদের বিরুদ্ধে বেআইনি অনুপ্রবেশের অভিযোগে মামলা নেওয়া হয়।

পূর্ব থানার ওসি রাণা চ্যাটার্জি জানান, ধৃতদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা এখনও পর্যন্ত কোন্ সীমান্ত দিয়ে রাজ্যে প্রবেশ করেছে – তা জানায়নি। বাংলাদেশে অস্থিরতার জেরে ত্রিপুরার সীমান্তগুলিতেও বিএসএফ’র কড়া পাহারা চলছে। ধৃতদের শনিবার আদালতে সোপর্দ করা হয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service