জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বহিঃরাজ্যে পাচারের জন্য রাখা গাঁজা উদ্ধার আগরতলা রেল স্টেশন থেকে। একি সঙ্গে জি আর পি আর পি এফের অভিযানে মুম্বাই যাওয়ার পথে আটক এক বাংলাদেশী। আগরতলা রেল স্টেশন থেকে ফের এক বাংলাদেশী নাগরিক আটক।
জি আর পি ও আর পি এফের যৌথ অভিযানে বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ অবৈধ ভাবে এদেশে প্রবেশ করেছে। জানা গেছে ধৃত ব্যক্তি মুম্বাই যাওয়ার জন্য রেল স্টেশনে যায়। এদিকে জি আর পি ও আর পি এফের অভিযানে আগরতলা রেল স্টেশন থেকে উদ্ধার হয়েছে শুকনো গাঁজা।
প্রায় ৩০ কেজির উপরে গাঁজা বাজেয়াপ্ত করা হয়। উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য প্রায় সাড়ে চার লাখ টাকা হবে। জি আর পি মামলা নিয়ে তদন্ত করছে কারা এগুলি রেল স্টেশনে রেখে গেছে।
Leave feedback about this