জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রতিবছরের মতো এবারও শারদীয়া দুর্গা উৎসবে ধনী-দরিদ্র প্রত্যেকেই নতুন বস্ত্র পরিধান করে পূজোর আনন্দ উপভোগ করবেন। কিন্তু তার থেকে বাদ যাবেন কেন সাফাই কর্মীরা ? যারা প্রতিদিন রোদ বৃষ্টিকে উপেক্ষা করে পরিবেশকে স্বচ্ছ রাখার কাজে নিয়োজিত সেই সাফাই কর্মীদের মুখেও এবার হাসি ফোটালেন আগরতলা পৌর নিগমের ৩৯ নং ওয়ার্ডের কর্পোরেটর অলক রায়। প্রতিনিয়ত জনগণের সেবা করা সাফাই কর্মীদের প্রত্যেক বছরের মতো এবছরও ৩৯নং ওয়ার্ডের উদ্যোগে বস্ত্র বিতরণ করা হয়। মঙ্গলবার আগরতলা এডি নগর ৩৯ নং ওয়াডের কমিউনিটি হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দক্ষিণ জুনালের অন্তর্গত ৮০ জন সাফাই কর্মীদের হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র।এদিনের এই বস্ত্র বিতরনে উপস্থিত ছিলেন এলাকার বিধায়িকা মিনা রানী সরকার, কর্পোরেটর অলক রায়, মার্কফেডের চেয়ারম্যান অভিজিৎ দেব সহ আরো অনেকে। দুই দিনের বস্ত্র বিতরণে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা মিনা রানী সরকার বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা রাজ্যের জনগণ যাতে শারদীয়া দুর্গোৎসব আনন্দে উপভোগ করতে পারেন তার জন্য রাজ্যবাসীকে বার্তা দিয়েছেন পাশাপাশি তিনি আরো বলেন ৩৯ নং ওয়াডের কর্পোরেটর প্রতিনিয়ত জনগণের পাশে থেকে কাজ করছেন বলে বক্তব্যে তোলে ধরেন তিনি।
Leave feedback about this