2025-11-24
Ramnagar, Agartala,Tripura
দেশ

বলিউড কিংবদন্তি ধর্মেন্দ্র প্রয়াত: ছয় দশকের ঐতিহাসিক ক্যারিয়ারের অবসান

জনতার কলম ওয়েবডেস্ক:- বলিউডের বর্ষীয়ান অভিনেতা ও পদ্মভূষণ সম্মানপ্রাপ্ত ধর্মেন্দ্র আর নেই। মুম্বইয়ের বাসভবনে আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮৯ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন এই অভিনেতা। চলতি মাসের শুরুতে তাঁকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

প্রখ্যাত পরিচালক-প্রযোজক করণ জোহর তাকে “বিরাট মেগা স্টার, অদ্ভুতভাবে সুদর্শন এবং পর্দার সামনে সবচেয়ে রহস্যময় উপস্থিতির অধিকারী” হিসেবে উল্লেখ করে বলেন, শুধু ভারতীয় সিনেমার কিংবদন্তি হিসেবেই নয়, একজন মহান মানুষ হিসেবেও ধর্মেন্দ্রকে যুগ যুগ ধরে মনে রাখবে দেশ।

‘বলিউডের হি-ম্যান’ নামে পরিচিত ধর্মেন্দ্র রেখে গেলেন ছয় দশকেরও বেশি সময়ের এক অমলিন অধ্যায়। ১৯৬০ সালে সিনেমায় অভিষেকের পর খুব দ্রুতই বহুমুখী প্রতিভায় তিনি বলিউডের সুপারস্টারে পরিণত হন। তাঁর অভিনীত ছবির সংখ্যা ৩০০-রও বেশি, যার বহু ছবি আজও জনপ্রিয়তার শীর্ষে।

‘শোলে’ ছবিতে ভীরুর আইকনিক চরিত্রে অভিনয় তাঁকে অমর করে রেখেছে। এছাড়া ‘ফুল অউর পাথর’, ‘সীতা অউর গীতা’, ‘চুপকে চুপকে’, ‘ধর্ম বীর’, ‘প্রতিজ্ঞা’সহ বহু ছবিই আজও দর্শকের মনে গেঁথে আছে।

সর্বশেষ ২০২4 সালে মুক্তিপ্রাপ্ত শাহিদ কাপুর–কৃতি শ্যানন অভিনীত ‘তেরি বাতোঁ ম্যায় আইসা উলঝা জিয়া’ ছবিতে অভিনয় করেন তিনি। এর আগে বিশাল সফলতা পায় তাঁর অভিনীত রোমান্টিক–কমেডি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে প্রকাশিত হয় তাঁর শেষ ছবি ‘ইক্কিস’-এর পোস্টার।

ধর্মেন্দ্রর দীর্ঘতম কর্ম–সহযোগিতা ছিল পরিচালক অর্জুন হিংগোরানির সঙ্গে। প্রথম ছবি ‘Dil Bhi Tera Hum Bhi Tere’ (1960)–এর পর তাঁরা একসঙ্গে কাজ করেন ‘Kahani Kismat Ki’, ‘Kaun Kare Kurbanie’, ‘Sultanat’ এবং ‘Karishma Kudrat Kaa’–সহ একাধিক ছবিতে।

১৯৭০ সালে ‘Tum Haseen Main Jawaan’ ছবিতে প্রথমবার একসঙ্গে পর্দায় আসেন হেমা মালিনী ও ধর্মেন্দ্র। এরপর ‘Seeta Aur Geeta’, ‘Sholay’, ‘Alibaba Aur 40 Chor’, ‘Dream Girl’ ও ‘Dost’—প্রতিটি ছবিই তাঁদের জুটিকে অমর করে রেখেছে।

১৯৩৫ সালের ৮ ডিসেম্বর পাঞ্জাবের লুধিয়ানায় জন্ম ধর্মেন্দ্রর। জন্মনাম ধমেন্দ্র কেওয়াল কৃষন দিওল। অভিনয়ের পাশাপাশি তিনি ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত রাজস্থানের বিকানের লোকসভা কেন্দ্র থেকে বিজেপি-র সাংসদ হিসেবেও দায়িত্ব পালন করেন।

অসংখ্য সম্মাননায় ভূষিত এই কিংবদন্তি পেয়েছেন ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড (১৯৯৭) এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার—‘ঘায়াল’ ছবির জন্য (১৯৯০)। এছাড়া আইআইএফএ (২০০৭) ও জি সিনে অ্যাওয়ার্ডস (২০০৫) থেকেও পেয়েছেন আজীবন সম্মাননা।

ধর্মেন্দ্র রেখে গেলেন স্ত্রী অভিনেত্রী হেমা মালিনী, তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌর এবং ছয় সন্তান—সানি দিওল, ববি দিওল, অজীতা, বিজেতা, ঈশা দিওল ও অহনা দিওলকে। ইন্ডাস্ট্রির অন্যতম সেরা সুপারস্টারের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সমগ্র চলচ্চিত্র অঙ্গনে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service