2024-12-23
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

বলিউডের হয়ে অভিনয় জগতে পা রাখতে চলেছেন রাজ্যের মেয়ে শ্রীজিতা ভট্টাচার্জী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বলিউডের হয়ে অভিনয় জগতে পা রাখতে চলেছেন রাজ্যের মেয়ে শ্রীজিতা ভট্টাচার্জী। সৃজিতা রাজধানী আগরতলার জয়নগরের বাসিন্দা। বাবার নাম জয়ন্ত ভট্টাচার্য ও মার নাম সোমা দে ভট্টাচার্য। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে শ্রীজিতা ভট্টাচার্জী বলেন, কখনো ভাবিনি বলিউডে সিনেমাই অভিনয় করার সুযোগ পাবেন। তিনি পেশাগতভাবে এয়ার হোস্টেসের চাকরি করে বানিজ্য নগরী মুম্বাইয়ে। সেই সুবাদে মুম্বাই বিমানবন্দরে তার সাথে দেখা হয় বলিউডের ডাইরেক্টর অলক শ্রীবাস্তবের। তখম তাঁর ইচ্ছার কথা প্রকাশ করেন এবং ডাইরেক্টর ও তাকে আমন্ত্রণ করেন তার অফিসে আসার জন্য।সেই অনুসারে তিনি অফিসে যান এবং বিভিন্ন পরীক্ষা সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। ডাইরেক্টর নতুন মুভি মানালি ক্রিম যার কাজ শুরু হবে জানুয়ারি মাস থেকে সেই সিনেমায় সুযোগ পান। আর সেই সিনেমার মধ্য দিয়ে রাজ্যের মেয়ে শ্রীজিতা যাত্রা শুরু করবে অভিনয় জগতে। নতুন বলিউডের অধ্যায়ে শ্রীজিতা কতটা ছাপ রাখতে পারে সেটাই এখন দেখার বিষয়।

 

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service