2025-05-22
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

বর্ষার মরশুমে কালোবাজারী প্রতিরোধে দপ্তরের আধিকারিকদের নিয়ে খাদ্য মন্ত্রীর বৈঠক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে পা রেখেছে বর্ষার মরশুম। আর রাজ্যের ভৌগলিক অবস্থানের জন্য প্রায় সময়ই সড়ক পথে যোগাযোগ ব্যহত হয় এই সময়। বর্ষাকালীন মরশুমে রাজ্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্য সহ পেট্রোপণ্য, এলপিজি সিলিন্ডার সরবরাহ যাতে স্বাভাবিক থাকে সে বিষয়ে রাজ্যের খাদ্য ও জন সংভরণ দপ্তর আগাম উদ্যোগ নিয়েছে।

বর্ষাকালীন মরশুমে প্রাকৃতিক দুর্যোগের কারণে যান চলাচল ব্যাহত হলে বাজারে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্য কোনওভাবেই যাতে স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি না পায় এবং অত্যাবশকীয় সামগ্রীর কালবাজারী প্রতিরোধে রাজ্যের খাদ্য দপ্তর সচেষ্ট হয়েছে।

এই বিষয়গুলো সামনে রেখে বর্ষাকালে রাজ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যের যেনো কৃত্রিম সঙ্কট এবং কালোবাজারীর মাধ্যমে যাতে জিনিসের দাম না বাড়ে তার আগাম প্রস্তুতি স্বরূপ আজ সচিবালয়ের ২ নং কনফারেন্স হল ঘরে এক উচ্চস্তরীয় বৈঠকে পৌরহিত্য করি।

আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খাদ্য জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তর এর বিশেষ সচিব দেবপিয় বর্ধন, অধিকর্তা সুমিত লোধ সহ সদর, জিরানীয়া, মোহনপুর মহকুমার মহকুমা শাসকগণ, সাব ডিভিশনাল কন্টোলার ফুড), চিফ ইন্সপেক্টর গণ, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (এফ.সি.আই)-এর ডিভিশনাল ম্যানেজার, অল ত্রিপুরা ডিস্ট্রিবিউটার্স অ্যাসোসিয়েশন, অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন, পটেটো, ওনিয়ন অ্যান্ড গার্লিক মার্চেন্ট অ্যাসোসিয়েশন, হোলসেল গ্রোসারিজ মার্চেন্ট অ্যাসোসিয়েশন, চেম্বার অফ ট্রেড অ্যান্ড বিজনেস সহ মহারাজগঞ্জ বাজার, বটতলা বাজার, লেইক চৌমুহনি বাজার, জিবি বাজার, মঠ চৌমুহনি বাজার, অভয়নগর বাজার, দুর্গা চৌমুহনি, গান্ধীগ্রাম, ঘুমলুং বাজার সহ অন্যান্য বাজার কমিটির কর্মকর্তা, প্রতিনিধি, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের অধীন পেট্রোপণ্য ও এলপিজি সরবরাহ এর সাথে সম্পৃক্ত আইওসিএল-এর আধিকারিক, প্রতিনিধিরা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service