2024-12-05
agartala,tripura
রাজ্য স্বাস্থ্য

বর্তমানে স্বাস্থ্য ক্ষেত্রে বিপ্লব হয়েছে, বর্তমান সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে স্বাস্থ্য পরিষেবায় : মেয়র 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান ৭.০ –এর সূচনা হয় বৃহস্পতিবার। রাজ্য ভিত্তিক অনুষ্ঠান হয় আমবাসায় মুখ্যমন্ত্রীর হাত ধরে। এরই অঙ্গ হিসেবে এদিন আগরতলা পুর নিগমের ৩৯ নং ওয়ার্ডে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, ৩৯ নং ওয়ার্ডের কর্পোরেটর অলক রায় সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পুর নিগমের মেয়র বলেন বর্তমানে স্বাস্থ্য ক্ষেত্রে বিপ্লব হয়েছে। অনেক পরিবর্তন এসেছে স্বাস্থ্য ক্ষেত্রে। কারণ বর্তমান সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে স্বাস্থ্য পরিষেবায়। ফলে বর্তমানে বহু জটিল চিকিৎসা ও অস্ত্রোপ্রচার রাজ্যে সম্ভব হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য মানুষকে আগের মতো বহিঃরাজ্যে যেতে হয় না বলে জানান তিনি। এদিন অনুষ্ঠানে সমাজসেবী সঞ্জয় সাহা সহ জাতীয় স্বাস্থ্য মিশন ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service