2024-12-15
agartala,tripura
রাজ্য

বন সংরক্ষণে এগিয়ে আসতে হবে সবাইকে : শুক্লা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজনগরে সহকারী তৃষ্ণা বন সংরক্ষকের নব নির্মিত ভবনের দ্ধারোঘাটন করেছে উপজাতি কল্যান মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া । রাজনগর কলোনী দ্ধাদশ শ্রেনি বিদ্যালয়ের কনফারেন্স হলে রবিবার এই উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ লক্ষ সত্তর হাজার টাকা ব্যায়ে তৃষ্ণা বন সংরক্ষকের নব নির্মিত ভবনটি নির্মাণ করা হয় ।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য বন সংরক্ষক ,দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি কে এস শেট্টি, অতিরিক্ত পিসিসিএফ ও প্রকল্পের সিইও আর কে শ্যামল, রাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তপন দেবনাথ, বিধায়িকা স্বপ্না মজুমদার, সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ।এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, বনদপ্তরের কর্মীদের সাথে সবাই যাতে বন সংরক্ষণে এগিয়ে আসে ‌। তাহলে পৃথিবী ভু উষ্ণায়নের হাত থেকে বাঁচবে । পাশাপাশি শুধুমাত্র বৃক্ষরোপন করলে হবে না সবাইকে এই গাছ গুলির রক্ষণাবেক্ষণ করতে এগিয়ে আসার আহ্বান রাখেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service