2024-12-15
agartala,tripura
অপরাধ রাজ্য

বন্য হাতির তাণ্ডবে অতিষ্ঠ হয়ে গ্রামবাসীরা জাতীয় সড়ক করলো অবরোধ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বন্য দাঁতাল হাতির আতঙ্কে জুবুথুবু অবস্থা তেলিয়ামুড়া চাকমাঘাট এলাকার বাসিন্দারা। দীর্ঘদিন ধরেই এলাকার বাসিন্দারা এই আতঙ্কের সম্মুখীন হয়ে আসছেন এলাকার বিধায়ক থেকে শুরু করে স্থানীয় প্রশাসন কিংবা বনদপ্তরের কর্মীদের এ বিষয়ে অবগত করা হলেও কোন প্রকার সুরাহা নেই এই সমস্যার। তাই ক্ষুব্ধ হয়ে শুক্রবার আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধে বসেন তেলিয়ামুড়া চাকমা ঘাট এলাকার বাসিন্দারা। এলাকাবাসীদের পথ অবরোধের ফলে রাস্তার দু’পাশে আটকে পড়ে নিত্য দিনের যাত্রীবাহী গাড়ি থেকে শুরু করে মন্ত্রী বিকাশ দেববর্মার গাড়িও। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তেলিয়ামুড়া মহকুমা শাসক, তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিকসহ, তেলিয়ামুড়া থানার ওসি। প্রশাসনিক আধিকারিকরা অবরোধকারী এলাকাবাসীদের সাথে কথা বলেন এবং তাদের সমস্যা সমাধানের আশ্বাস প্রদানের দীর্ঘ ৩০ মিনিট পর অবরোধ মুক্ত হয় জাতীয় সড়ক। এদিন এক অবরোধকারী সংবাদমাধ্যমকে জানান বন্য হাতির তাণ্ডবে আতঙ্কে রাত গুজারান করে এলাকাবাসীরা, শান্তির ঘুম নেই চোখে আতঙ্কে কাটাতে হচ্ছে রাতের পর রাত। এ বিষয়ে মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে প্রশাসনকে জানানো হলেও কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করার হেলদোল নেই। তাই একপ্রকার বাধ্য হয়ে আজকের এই পথ অবরোধ বলে জানিয়েছেন তিনি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service