2024-12-15
agartala,tripura
রাজনৈতিক রাজ্য

বন্যা প্লাবিত এলাকা পরিদর্শনে গিয়ে দুর্বৃত্তদের বাধার সম্মুখীন অভিযোগ গোপালের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নিজ বিধানসভা কেন্দ্রের প্লাবিত এলাকা পরিদর্শনে গিয়ে দুর্বৃত্তদের বাধার সম্মুখীন বনমালীপুরের বিধায়ক গোপাল চন্দ্র রায়। ঘটনা রাজধানীর যোগেন্দ্রনগর-কলেজ রোড বিজয় অ্যাপার্টমেন্টের সামনে।

বিস্তারিত জানিয়ে পূর্ব আগরতলা থানায় মামলা দায়ের করলেন বিধায়ক। মঙ্গলবার ঘটনাটি ঘটে। প্রবল বর্ষণে জলমগ্ন হয়ে যায় বিভিন্ন এলাকা। এদিন সকালে সেসব এলাকা ঘুরে বন্যার্তদের সাহায্য করছিলেন প্রশাসনের সঙ্গে কথা বলে বিধায়ক গোপাল চন্দ্র রায়।

অভিযোগ তখনই বাধা দেওয়া হয়। অশ্রাব্য ভাষায় উনাকে গালিগালাজ করা হয় বলে অভিযোগ। ঘটনা জানিয়ে লিখিত ভাবে মামলা করেন তিনি। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান গোপাল বাবু। তিনি নিরাপত্তাহীনতার বিষয়টি তুলে ধরেন পুলিসের কাছে।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service