2024-09-20
agartala,tripura
রাজ্য

বন্যা পরিস্থিতি মোকাবেলার ক্ষেত্রে সর্বোচ্চ সর্তকতা অবলম্বনের আহ্বান মুখ্যমন্ত্রীর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- হাঁসফাঁস গরম থেকে জনসাধারণকে কিছুটা রেহাই দিচ্ছে বৃষ্টিপাত। কিন্তু ওই বৃষ্টিপাত এখন জনজীবনের বিপদ হয়ে দাঁড়িয়েছে তাই সি এম ও দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

কেননা বিগত ২ দিনের ক্রমাগত বর্ষণে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনীয়া, শান্তিরবাজার, জোলাইবাড়ি সহ কিছু জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

প্রশাসন এই সামগ্রিক পরিস্থিতিকে মোকাবিলা করার লক্ষ্যে প্রস্তুত রয়েছে। ইতিমধ্যেই জেলাশাসককে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ প্রদান করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফঃ (ডা.) মানিক সাহা মহোদয়। তিনি জনসাধারণকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service