জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সম্প্রতি ভয়াবহ বন্যায় সারা রাজ্য জুড়ে ভয়াবহ ক্ষতি হয়েছে, রাজ্যের বিভিন্ন জায়গায় ২৪ জন মানুষের প্রাণহানি হয়েছে। মৃতদের মধ্যে একজন হচ্ছেন রাজধানীর আগরতলার ইন্দ্রনগরের চিরঞ্জিত দে। রাজ্য সরকারের তরফে তার পরিবারকে আর্থিক সহায়তা করেছে। পাশাপাশি এবার পরিবারকে ব্যক্তিগত উদ্যোগে সহায়তা করলেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেব বর্মন।
শনিবার তিনি মৃতের বাড়িতে গিয়ে মা-বাবাকে সমবেদনা জানান পাশাপাশি ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন। এই বিষয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রদ্যুৎ কিশোর দেব বর্মন বলেন, বন্যা পরিস্থিতিতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে এক হয়ে কাজ করতে হবে। এইজন্য তিনি এগিয়ে এসেছেন বলে জানান।
Leave feedback about this