2024-12-19
agartala,tripura
রাজনৈতিক রাজ্য

বন্যা কবলিত বিভিন্ন এলাকায় ছুটে যাচ্ছেন সাংসদ বিপ্লব কুমার দেব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বন্যা কবলিত বিভিন্ন এলাকায় ছুটে যাচ্ছেন সাংসদ বিপ্লব কুমার দেব। সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন দুর্গতদের জন্য। সোমবার সন্ধ্যারাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব যান দক্ষিণ জেলার গার্ধাং অশ্বীনি ত্রিপুরা পাড়ায়। সেখানে ধস পড়ে দুই পরিবারের ৭ জন মারা গেছেন। তিনি নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন। সাংসদ নিহতদের পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং সরকারি সহযোগীতার আশ্বাস দেন।

সাংসদ বিপ্লব কুমার দেব জানান নিহতদের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে ৪ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে যাদের ঘর ভেঙে গেছে তাদের ৯৫ হাজার টাকা করে দেওয়া হবে। এদিকে মঙ্গলবারও বিভিন্ন এলাকায় যান সাংসদ বিপ্লব দেব। এদিন সিপাহীজলা ও গোমতী জেলার বিভিন্ন এলাকায় যান। ত্রাণ শিবিরে থাকা লোকজনের সঙ্গে কথা বলেন। দুর্গতদের মধ্যে খাদ্য সামগ্রী বিলি করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service