2024-12-17
agartala,tripura
রাজ্য

বন্যার্তদের সাহায্যে এগিয়ে এলো ওয়েব মিডিয়া ফোরাম ত্রিপুরা, ভূয়ষী প্রশংসা এবং ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বন্যার্তদের সাহায্যে এগিয়ে এলো ওয়েব মিডিয়া ফোরাম ত্রিপুরা। সংগঠনের পক্ষ থেকে রাজ্যজুড়ে প্রাকৃতিক দুর্যোগের জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দশ হাজার টাকা দান করা হয়। ওয়েব মিডিয়া ফোরামের সাধারণ সম্পাদক অভিষেক দে-র নেতৃত্বে নয় সদস্য বিশিষ্ট এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহার হাতে এই চেক তুলে দেওয়া হয়।

এদিন মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে এই অর্থের চেক তুলে দেন তারা। ওয়েব মিডিয়া ফোরামের প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছাও জ্ঞাপন করেন। এদিকে সামাজিক দৃষ্টিকোণ থেকে প্রথম সারির যোদ্ধা হয়েও ওয়েব মিডিয়া ফোরামের সদস্যরা এ ধরনের সামাজিক কর্মকান্ডে এগিয়ে এসেছে বলে মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা ফোরামের প্রত্যেক সদস্যের এহেন ভূমিকার ভূয়ষী প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service