জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বন্যায় ক্ষতিগ্রস্ত ত্রিপুরাকে কেন্দ্রের আর্থিক সহযোগিতা নিয়ে সিপিআইএমের কটুক্তি তীব্র প্রতিবাদ করল প্রদেশ বিজেপি। মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ের সাংবাদিক সম্মেলন করে তীব্র প্রতিবাদ জানান প্রদেশ বিজেপি -র মুখপাত্র সুব্রত চক্রবর্তী। তিনি বলেন, গত আগস্ট মাসে প্রবল বৃষ্টিতে ত্রিপুরার ইতিহাসের সবচেয়ে বড় ভয়াবহ বন্যা হয়েছিল। এতে রাজ্যের দুই তৃতীয়াংশের অধিক মানুষ প্রভাবিত ও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এবং পরবর্তী সময় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ত্রিপুরা মানুষকে সব ধরনের সহযোগিতা করেছেন। বিশেষ করে এখন পর্যন্ত ধারাবাহিকভাবে ত্রিপুরারকে আর্থিকভাবে সহযোগিতা করা হয়েছে। অথচ কেন্দ্রের আর্থিক সহযোগিতার পর রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএমের পক্ষ থেকে এই সহযোগিতাকে ভিক্ষার সাথে তুলনা করা হচ্ছে। সিপিআইএমের এ ধরনের নিন্দনীয় কথা বলার পেছনে কারণ হলো মানুষ স্বাভাবিক জীবন যাপনে ফিরে আসছে। এটা দেখার পর সিপিআইএমের সহ্য হচ্ছে না। রাজ্যে বামফ্রন্টের সরকারের সময় তাদের একটাই মূল উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে কিভাবে অভাব সৃষ্টি করে লেজুরবৃত্তি করা যায়। তাহলে মানুষ তাদের দাসত্ব করবে। এই চিন্তা ভাবনা নিয়ে সরকার পরিচালনা করেছিল তারা। শুধুমাত্র তারা বলতো কেন্দ্র দেয় না। আর চাঁদাবাজি করে নিজেদের আর্থিক ভান্ডার স্মৃথ করেছিল।
এখনো এর থেকে বের হয়ে আসতে পারেনি সিপিআইএম। তাই তাদের কটুক্তি মন্তব্যের জন্য তীব্র ধিক্কার জানায় ভারতীয় জনতা পার্টি। অপরদিকে সম্প্রতি মন্ত্রিসভায় ৩১৫ টি শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য রাজ্য সরকারকে এবং মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহেবকে ধন্যবাদ জানান তিনি। আরো বলেন ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এখন পর্যন্ত ২২ হাজারের অধিক শূন্যপদ পূরণ করা হয়েছে। আরো ৪ হাজার শূন্যপদ পূরণ করার জন্য অফার দেওয়ার বাকি রয়েছে। নতুন নিয়োগের জন্য ৮ হাজারের মতো শূন্যপদ পূরণ করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আরো ৩০ হাজার শূন্যপদ পূরণের জন্য নীতিগত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তারপরও সিপিআইএম এবং কংগ্রেস মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এর তীব্র প্রতিবাদ জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা।
Leave feedback about this