জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে রয়েছে আসাম আগরতলা রুটে । সকাল ছয়টা থেকে এই রুটে কোন ট্রেন চলাচল করেনি । বেলা প্রায় বারোটা পর্যন্ত ট্রেন চলাচল করার খবর নেই । জানা যায় শিলচর আগরতলা রুটে একটি ট্রেন বিকল হয়ে পড়ার ফলে এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে । বিকল ট্রেন সারাই হওয়ার বিষয়ে ট্রেনের ইঞ্জিনিয়ার বিভাগ থেকেও কিছু জানানো হয়নি । শুধু জানানো হয়েছে শীঘ্রই চালানো স্বাভাবিক হয়ে যাবে । যার ফলে কুমারঘাট স্টেশনে বহু যাত্রী আটকে পড়েছে ।বিশেষ করে দূরপাল্লার যাত্রীদের দুর্ভোগের অন্ত নেই । এমনিতে শিলচর করিমগঞ্জ ইত্যাদি স্থানে যাওয়া বহু যাত্রী ও আটকে পড়েছে । তবে কয়টা নাগাদ রেল চলাচল স্বাভাবিক হয় তা এখনো বলা যাচ্ছে না ।
Leave feedback about this