2025-11-05
Ramnagar, Agartala,Tripura
রাজ্য শিক্ষা

বন্দে মাতরম: বঙ্কিমচন্দ্রের অমর সৃষ্টির দেড়শো বছর পূর্তিতে উৎসবে মাতবে ত্রিপুরা: পর্যটন মন্ত্রী

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত অমর দেশাত্মবোধক সঙ্গীত ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে সারা দেশের পাশাপাশি ত্রিপুরাতেও শুরু হচ্ছে বর্ষব্যাপী উদযাপন। আগামী ৭ নভেম্বর থেকে শুরু হয়ে আগামী বছর ৭ নভেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচি। চারটি পর্যায়ে বিভক্ত এই উদযাপনের সূচনা হবে রাজ্য সচিবালয় প্রাঙ্গণে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার হাত ধরে।

বুধবার সচিবালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, বন্দে মাতরম কেবল একটি গান নয়—এটি দেশমাতৃকার বন্দনার এক অমোঘ মন্ত্র, যা স্বাধীনতা সংগ্রামে লক্ষ লক্ষ ভারতবাসীকে আত্মত্যাগের প্রেরণা জুগিয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে দেশব্যাপী এই ঐতিহাসিক বর্ষ উদযাপন করা হবে।

ত্রিপুরায় প্রথম পর্যায়ের অনুষ্ঠান চলবে ৭ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত। একই দিনে সকাল ১০টায় দিল্লিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় উদ্বোধনের সঙ্গে সমন্বয়ে সচিবালয়ে অনুষ্ঠিত হবে রাজ্য পর্যায়ের মূল অনুষ্ঠান। রাজ্যের বিভিন্ন জেলাতেও সমানভাবে পালিত হবে বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি। পশ্চিম জেলা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ ও সাংসদ রাজীব ভট্টাচার্য; সিপাহীজলায় পর্যটনমন্ত্রী নিজে; গোমতীতে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায়; দক্ষিণে সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া; খোয়াইয়ে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা ও বনমন্ত্রী অনিমেষ দেববর্মা; ধলাইয়ে মৎস্য মন্ত্রী সুধাংশু দাস; ঊনকোটিতে সমাজকল্যাণ মন্ত্রী টিচ্ছু রায় এবং উত্তরে শিল্পমন্ত্রী সান্তনা চাকমা।

বর্ষব্যাপী এই উদযাপনে শিক্ষাপ্রতিষ্ঠান, যুবসমাজ ও সাংস্কৃতিক সংগঠনগুলিকে যুক্ত করা হবে। থাকছে প্রবন্ধ ও বিতর্ক প্রতিযোগিতা, পোস্টার প্রদর্শনী, রাজ্য পুলিশের ব্যান্ডের দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশনা, বৃক্ষরোপণ অভিযান, যুব ম্যারাথন, মশাল দৌড়সহ নানা কর্মসূচি।

দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান হবে আগামী বছর ১৯–২৬ জানুয়ারি, তৃতীয় পর্যায় ৭–১৫ আগস্ট (হর ঘর তিরঙ্গা কর্মসূচির সঙ্গে মিলিতভাবে) এবং সমাপ্তি পর্যায় ১–৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত।

পর্যটনমন্ত্রী আশা প্রকাশ করেন, বন্দে মাতরমের ১৫০তম বর্ষ উদযাপনের এই ঐতিহাসিক আয়োজনে ত্রিপুরার জনগণ শ্রদ্ধা ও গর্বের সঙ্গে অংশ নেবেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অর্থ, তথ্য ও সংস্কৃতি দপ্তরের ভারপ্রাপ্ত সচিব অপূর্ব রায় এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service