2025-10-28
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

বড়সড় মাদক উদ্ধার! যাত্রাপুরে ১৫ হাজার ইয়াবাসহ ধরা পড়ল কামরুল মিয়া

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- রাজ্যজুড়ে নেশা সামগ্রী উদ্ধারের ঘটনায় যখন চাঞ্চল্য ছড়িয়েছে, ঠিক তখনই নতুন করে বড়সড় সাফল্যের নজির গড়ল যাত্রাপুর থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে যাত্রাপুর থানার ওসি সিতি কান্ত বর্ধনের নেতৃত্বে পুলিশ বাহিনী বুধবার নিদয়া গাঙকুল এলাকায় বিশেষ অভিযান চালায়।

অভিযান চলাকালীন কামরুল মিয়া (বয়স আনুমানিক ২৮, পিতা ফরিদ মিয়া)-র বাড়ি তল্লাশি করে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট। মোট ১৫ হাজার ইয়াবা ট্যাবলেট ১০টি প্যাকেটে প্যাক করা অবস্থায় পাওয়া যায়, যার মোট ওজন প্রায় ১৬২ গ্রাম এবং বাজারমূল্য আনুমানিক ৭৫,০০০ টাকা।

পুলিশ ঘটনাস্থল থেকেই অভিযুক্ত কামরুল মিয়াকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, উদ্ধার করা নেশাজাতীয় ট্যাবলেটগুলো সীমান্ত এলাকা দিয়ে পাচারের উদ্দেশ্যে সংগ্রহ করা হয়েছিল।

যাত্রাপুর থানার অফিসার-ইন-চার্জ সিতি কান্ত বর্ধন জানিয়েছেন, “নেশা বিরোধী অভিযান আগামী দিনগুলোতেও চলবে। সমাজ থেকে মাদক নির্মূল করাই আমাদের প্রধান লক্ষ্য। ”ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নেশামুক্ত সমাজ গঠনে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service