2024-12-19
agartala,tripura
অপরাধ রাজ্য

বটতলা এলাকায় অভিযান চালিয়ে পুলিশের জালে আটক ছয় জুয়াড়ি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানী আগরতলার বিভিন্ন জায়গায় নেশা-জুয়ার রমরমা। শুধু নেশায় নয়, জুয়ায়ও আসক্ত হয়ে পড়ছেন একাংশ যুবক। সকাল কিংবা সন্ধ্যা রাজধানীর বিভিন্ন বাজার এলাকায় জুয়ার আসর চলছে চুটিয়ে বলে অভিযোগ। গোপন খবরের ভিত্তিতে পুলিশ মাঝে মধ্যেও অভিযানও চালায়।

এবার পশ্চিম আগরতলা থানার পুলিশ অভিযানে নেমে সাফল্য পায়। বটতলা এলাকায় অভিযান চালায় পুলিশ জুয়ার আসরে। আটক করা হয় ৬ জুয়াড়িকে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে জুয়া সামগ্রী , নগদ ১৮০০ টাকা। এ ধরণের অভিযান প্রতিনিয়ত জারি থাকবে বলে জানান পশ্চিম থানার ওসি।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service