জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সকাল সাতটা থেকে রাস্তা অবরোধে বসেছে গন্ডাছড়া টু আমবাসা মধ্যবর্তী সড়কের উল্টা ছড়া এলাকায় । ব্রো রিসেটেলমেন্ট ক্যাম্পের জনজাতি অংশের মানুষ গত পাঁচ মাস ধরে তাদের ভাতা পাচ্ছে না । গত একমাস ধরে পাচ্ছে না তাদের জন্য বরাদ্দকৃত রেশন সামগ্রী । এই পরিস্থিতিতে ব্রো শরণার্থীরা বাধ্য হয়েছে রাস্তা অবরোধে বসতে ।বর্তমানে তাদের দাবি অবিলম্বে যাতে সরকার তাদের রেশন সামগ্রী সহ বকেয়া অর্থ মিটিয়ে দেয় । নতুবা আগামী দিনে এই সমস্ত শরণার্থীরা বাধ্য হবে রাস্তা অবরোধে বসতে ।
Leave feedback about this