2024-12-17
agartala,tripura
দেশ বিশ্ব রাজনৈতিক

ফের কংগ্রেসের সঙ্গে চিনের কমিউনিস্ট সরকারের যোগের অভিযোগ তুলল বিজেপি 

জনতার কলম ওয়েবডেস্ক :- ফের কংগ্রেসের সঙ্গে চিনের কমিউনিস্ট সরকারের যোগের অভিযোগ তুলল বিজেপি। কংগ্রেসের বিরুদ্ধে নতুন করে উসকে উঠল চিনের থেকে অর্থ গ্রহণের অভিযোগ। আর এর কেন্দ্রে রয়েছে ‘নিউজক্লিক’ নামে একটি অনলাইন নিউজ পোর্টাল। এর আগেই এই পোর্টাল চিনা কমিউনিস্ট পার্টির ‘বিপজ্জনক হাতিয়ার’ বলে অভিযোগ করেছিল ভারত সরকার।বস্তুত, এই বিষয় নিয়ে এর আগেও কংগ্রেস-বিজেপি দ্বন্দ্ব দেখেছে ভারতীয় রাজনৈতিক মহল। সম্প্রতি, মার্কিন সংবাদপত্র ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’এর তদন্তেও নিউজক্লিকের সঙ্গে চিনা কমিউনিস্ট পার্টির যোগসূত্র পাওয়া গিয়েছে। তাদের তদন্তে জানা গিয়েছে, নেভিল রায় সিংঘম নামে এক ব্যক্তিকে, সারা বিশ্বে তাদের রাজনৈতিক এজেন্ডা প্রচারের জন্য অর্থ দিয়েছিল চিনা কমিউনিস্ট পার্টি। এই নেভিল রায় সিংঘমই নিউজক্লিক পোর্টালের প্রতিষ্ঠাতা। নিউ ইয়র্ক টাইমসের এই তদন্ত প্রতিবেদন প্রকাশ হওয়ার পরই, সোমবার (৭ অগস্ট), সংসদের ভিতরে-বাইরে ‘নিউজক্লিক’ ইস্যু নিয়ে কংগ্রেসকে আক্রমণ করেছে শাসক দল।এদিন, সংসদে বিষয়টির উত্থাপন করেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তিনি অভিযোগ করেন, চিন থেকে অর্থ পেয়েছে নিউজক্লিক পোর্টাল। চিনা তহবিল ব্যবহার করে তারা ভারতে সরকার বিরোধী পরিবেশ তৈরি করেছে। লোকসভায় তাঁর এই বক্তৃতার একটি ভিডিয়ো ক্লিপ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নিশিকান্ত দুবে। সঙ্গের ক্যাপশনে তিনি লিখেছেন, “ভারত ভাঙাই কংগ্রেস পার্টির নীতি। নির্বাচন কমিশনের উচিত চিন থেকে কংগ্রেস পার্টি কত অর্থ পেয়েছে, তার তদন্ত করা এবং কংগ্রেস দলকে নিষিদ্ধ করা।” বিজেপি সাংসদের এই মন্তব্য যাতে লোকসভার কার্যক্রমে নথিভুক্ত না করার দাবি জানিয়ে, অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীররঞ্জন চৌধুরী। সংসদীয় বিধি ৩৮০-র অধীনে, লোকসভার রেকর্ড থেকে নিশিকান্ত দুবের মন্তব্য মুছে ফেলার দাবি জানিয়েছেন তিনি। এই ধরনের অভিযোগ কীকরে রেকর্ড করা হল, সেই বিষয়ে তদন্তেরও দাবি জানিয়েছে কংগ্রেস।তবে এদিন স্পষ্ট ইঙ্গিত মিলেছে, আগামী কয়েকদিনে এই বিষয় নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণের সুর চড়াতে চলেছে বিজেপি। লোকসভার ভিতরে নিশিকান্ত দুবে যেমন নিউজক্লিকের প্রসঙ্গ তুলেছেন, সংসদের বাইরে এই বিষয়ে সরব হয়েছেন কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি জানিয়েছেন, নিউজক্লিকের সঙ্গে চিনের কমিউনিস্ট পার্টির যোগের বিষয়টি আগেই ভারত সরকার জানিয়েছিল। এখন নিউইয়র্ক টাইমসের মতো নামী সংবাদপত্রও জানাচ্ছে, নেভিল রায় সিংঘম এবং তাঁর নিউজক্লিক, চিনা কমিউনিস্ট পার্টির বিপজ্জনক হাতিয়ার এবং সারা বিশ্বে তারা চিনের হয়ে রাজনৈতিক প্রচার চালায়। তিনি বলেন, “নিউজক্লিক চিনা প্রচার ব্যবস্থার এক বিপজ্জনক হাতিয়ার। বহুদিন ধরেই, নিউ ইয়র্ক টাইমসের অনেক আগে থেকে ভারত এই কথা বলে চলেছে। সমমনা শক্তিদের সমর্থনে ভারত-বিরোধী এজেন্ডার প্রচার করছেন নেভিল।”

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service