জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নেশা মুক্ত ত্রিপুরা কর্মসূচিতে ফিট ইন্ডিয়া রান এবং অপারেশন সঞ্জীবনির অধীনে ৩৫ কিমি ম্যারাথন দৌড় অনুষ্ঠিত তেলিয়ামুড়ায় । খোয়াই জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই ম্যারাথন দৌড়। আজাদী কা অমৃত মহোৎসবের বছর উদযাপন এবং ৭৭ তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে খোয়াই জেলা পুলিশ আয়োজিত ফিট ইন্ডিয়া রান প্রচারাভিযানের অধীনে খোয়াই থেকে তেলিয়ামুড়া পর্যন্ত হয় এই দৌড়। এদিকে তেলিয়ামুড়ার অম্পি চৌমুহনীতে, নেশা মুক্ত ত্রিপুরা প্রচারাভিযানের অধীনে অপারেশন সঞ্জীবনী নিয়ে অনুষ্ঠিত হয় সম্ভর্ধনা ও আলোচনা সভা । উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যানী সাহা রায়, খোয়াই জেলা পুলিশ সুপার ডা. রমেশ যাদব, অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সুত্রধর, তেলিয়ামুড়া মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী, পুলিশ আধিকারিক প্রসুন কান্তি ত্রিপুরা, পুর পরিষদের চেয়ারম্যান রুপক সরকার, ভাইস চেয়ারম্যান মধুসূদন রায় এবং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রী সহ অন্যান্যরা।
Leave feedback about this