2024-12-16
agartala,tripura
খেলা রাজ্য

ফাইনালে ২-০ গোলের ব্যবধানে এিপুরাকে পরাজিত করে চ্যাম্পিয়ন মনিপুর 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জাতীয় সন্তোষ ট্রফি গ্রুপ-ডি লিগে চ্যাম্পিয়ন মণিপুর। ফাইনাল ম্যাচে উমাকান্ত ময়দানে ২-০ গোলের ব্যবধানে এিপুরাকে পরাজিত করে গ্রুপ চ্যাষ্পিয়ন হয় মনিপুর। ৭৮ তম জাতীয় সন্তোষ ট্রফি গ্রুপ-ডি লিগ পর্যায়ের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ত্রিপুরা রাজ্যে। রাজধানীর উমাকান্ত ময়দানে অনুষ্ঠিত হয় খেলা। মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত হয় শেষ ম্যাচ।

গ্রুপ-ডি লিগ পর্বের শেষ ম্যাচে উমাকান্ত মিনি স্টেডিয়ামে এিপুরার মুখোমুখি হয় মনিপুর। টানটান উত্তেজনার মধ্যদিয়ে এইদিনের খেলা সম্পন্ন হয়। উভয় দল মাঠে হাড্ডাহাড্ডি লড়াই করে। এইদিনের ম্যাচে ২-০ গোলের ব্যবধানে এিপুরাকে পরাজিত করে গ্রুপ চ্যাষ্পিয়ন হয় মনিপুর। গ্রুপ চ্যাষ্পিয়ন হওয়ার সাথে সাথে সন্তোষ ট্রফির ফাইনাল রাউন্ডের খেলায় জায়গা করে নিলো মনিপুরা।

গ্রুপ-ডি লিগ পর্যায়ের শেষ ম্যাচে উমাকান্ত মিনি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্য ব্রত নাথ, এিপুরা ফুটবল এসোসিয়েশন সভাপতি প্রনব সরকার, সচিব অমিত চৌধুরী সহ অন্যান্যরা। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের হাতে তুলে দেন ট্রফি।

 

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service