2024-12-19
agartala,tripura
অপরাধ রাজ্য

ফাঁসিতে আত্মঘাতী হল এক নাবালিকা স্কুলছাত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আত্মঘাতী হল নাবালিকা এক স্কুল ছাত্রী । ঘটনা কমলপুর মহকুমার কমলনগর এলাকায় । বান্ধবীর কাছ থেকে মোবাইল ফোনে নোট নেবে বলে দরজা বন্ধ করে ফাঁসিতে ঝুলে পড়ে। পাশের ঘরেই রান্না করছিল মেয়েটির দিদিমা। রান্না শেষে দিদিমা খাওয়ার জন্য ডাকতে এসেই দেখে ঘরের দরজা বন্ধ ,কোন সাড়া দিচ্ছে না। পরে এলাকাবাসীর সহায়তায় ঘরের দরজা ভেঙ্গে তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে সঙ্গে সঙ্গেই নামিয়ে নিয়ে যায় হাসপাতালে। হাসপাতালে চিকিৎসকরা পরীক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করে। এদিকে নাবালিকা কন্যা সন্তানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সর্বত্র নেমে পড়ে গভীর শোকের ছায়া। কি কারনে আত্মহত্যা কিছুই বুঝে উঠতে পারছে না পরিবারের লোকজন। প্রসঙ্গত মেয়েটির বাবা আগেই মারা গিয়েছিল। সে দাদু দিদা ও মায়ের সঙ্গে পঞ্চাশী এলাকায় ভাড়া বাড়িতে থাকতো।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service