জনতার কলম ওয়েবডেস্ক :- এক দলের লক্ষ্য জিতে আইপিএলের প্লেঅফ নিশ্চিত করা। অন্য দল ইতিমধ্যেই প্লেঅফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। এখন লক্ষ্য লিগ টেবিলে উপরের দিকে ওঠা। দুই ভিন লক্ষ্য নিয়েই আজ শনিবার (৩ মে) বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস।
বিশেষজ্ঞরা মনে করছেন, লিগ টেবিলে তিন নম্বরে থাকা বিরাট কোহলিদের সঙ্গে মহেন্দ্র সিংহ ধোনিদের আজকের ম্যাচে হাড্ডাহড্ডি লড়াই হবে। টানা তিন ম্যাচ জয়ের সুবাদে আত্মবিশ্বাসে টগবগিয়ে ফুটছে বেঙ্গালুরু। ইতিমধ্যেই বিরাট কোহলির ব্যাটে রানের জোয়ার বইতে শুরু করেছে। দিল্লির বিরুদ্ধে শেষ ম্যাচে বিধ্বংসী ইনিংস খেলেছেন ক্রুণাল পাণ্ড্য-ও।
তবে দেবদত্ত পাডিক্কাল সহ মাঝের সারির ব্যাটাররা রান না পাওয়ায় খানিকটা হলেও চিন্তায় থাকতে হচ্ছে বেঙ্গালুরুকে। ব্যাটারসদের পাশাপাশি বল হাতে ভুবনেশ্বর কুমার-জস হেজলউডরাও বিপক্ষের ব্যাটারদের কাছে ত্রাস হয়ে উঠেছেন। ক্রুণাল পাণ্ড্য-যশ দয়ালরাও দলের প্রয়োজনে বিপক্ষকে দুমড়ে-মুচড়ে দিচ্ছেন।
বলা যেতে পারেই বল-ব্যাটে যথেষ্টই পারদর্শিতা দেখাচ্ছেন বেঙ্গালুরুর খেলোয়াড়রা। কখনও আইপিএলের শিরোপা জিততে না পারার যে কলঙ্ক গায়ে লেগে রয়েছে তা এবার মুছে ফেলতে মরিয়া বিরাট কোহলি-রজত পাতিদাররা।
অন্যদিকে, মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে আইপিএল শুরু করা চেন্নাই সুপার কিংস পরের ম্যাচগুলিতে মুখ থুবড়ে পড়েছে। দলের ব্যাটার এবং বোলাররা নিজেদের খুব একটা মেলে ধরতে পারেননি। রবীন্দ্র জাদেজা থেকে শুরু করে বাকি খেলোয়াড়রা যে আইপিএলে বেমানান তা গত কয়েকটি ম্যাচেই বোঝা গিয়েছে। ওপেনাররা যেমন ভালভাবে শুরু করতে পারছেন না, তেমনই শুরুর ধাক্কা সামলাতে পারছেন না মাঝের সারির ব্যাটাররা। বলহাতেও রবিচন্দ্রন অস্বিন-নূর আহমেদ-খলিল আহমেদরা বিপক্ষের ব্যাটারদের কাছে মূর্তিমান ত্রাস হয়ে ঠতে পারছেন ন। তবে যেহেতু প্লেঅফের দৌড় থেকে ছিটকে গিয়েছেন তাই আজ খোঁচা খাওয়া বাঘের মতো ঝাঁপাতে পারেন ধোনিরা। দেখা যাক, পরাজয়ের সরণি থেক জয়ের রাস্তায় ফিরতে পারে কিনা পাঁচ বারের চ্যাম্পিয়নরা। মুখোমুখি সাক্ষাতে অবশ্য বিরাট কোহলিদের চেয়ে অনেকটাই এগিয়ে ধোনিরা। এখনও পর্যন্ত দুই দল ৩৪ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে চেন্নাই জিতেছে ২১ বার। আর বেঙ্গালুরু জিতেছে ১২ আর। একটি ম্যাচে ফলাফলের নিষ্পত্তি হয়নি। যদিও চলতি মরশুমে চিপক স্টেডিয়াম ধোনিদের ৫০ রানে হারিয়ে দিয়েছিলেন বিরাটরা।
Leave feedback about this