2024-12-18
agartala,tripura
রাজ্য

প্লাস্টিক ক্যারি ব্যাগ বন্ধ করার দাবিতে এইবারের পুজোতে মুক্তি সংঘ ক্লাবের নয়া প্রয়াস 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্য সরকার প্লাস্টিক ক্যারিব্যাগ বন্ধ করা নিয়ে দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু কিছুতেই বন্ধ করা যাচ্ছে না প্লাস্টিক ক্যারি ব্যাগ। প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়েই বাজার গুলিতে দেদার চলছে প্লাস্টিকের ক্যারি ব্যাগের ব্যবহার। মাঝেমধ্যে লোক দেখানো অভিযান বাজার গুলিতে চললেও, তা নিয়মিত না হওয়ার দরুন অবাধেই চলছে এই প্লাস্টিকের ব্যবহার। একইভাবে চলছে নেশার রমরমা কারবারও। কিছুতেই যেন নেশার রমরমা কারবার ও প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার বন্ধ করতে পারছে না প্রশাসন। এতে করে স্বাভাবিকভাবেই আগামী প্রজন্ম চ্যালেঞ্জের সম্মুখীন হতে চলেছে। তাই আসন্ন শারদীয়া উৎসবে এবছর প্রত্যেকটি পুজোর উদ্যোক্তাদের কাছেই রাজ্য প্রশাসনের তরফে আহ্বান রাখা হয় প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার বন্ধ এবং নেশার বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে সম্মিলিত বিভিন্ন প্রচার কর্মসূচি সংঘটিত করার। প্রশাসনের আহবানে সাড়া দিয়ে বিভিন্ন পূজো উদ্যোক্তারা এবছর তাদের পুজো মন্ডপের থিমে গুরুত্ব দেওয়া হয়েছে এই দুটি বিষয়ের উপর। এবার এই কাজে এগিয়ে এলো রামনগর ৫ নং রোডের মুক্তি সংঘ। মুক্তি সংঘে এবছরের পূজা উদ্যোক্তা এলাকার মহিলারা। মহিলা পরিচালিত মুক্তি সংঘের পুজো কমিটি প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে বুধবার প্লাস্টিক ব্যবহার বন্ধ করুন পরিবেশকে রক্ষা করুন এই বার্তা নিয়ে সংঘটিত করল এক সচেতনতামূলক কর্মসূচি। এলাকার মহিলারা এদিন মেয়রকে সঙ্গে নিয়ে প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার না করার আহবান নিয়ে এক সচেতনতা প্রচার সংঘটিত করে। শারদীয়া উৎসব উপলক্ষে সচেতনতামূলক এধরনের কর্মসূচি আয়োজন করার জন্য মুক্তিসংঘের পুজো কমিটির সদস্যদের আন্তরিক অভিনন্দন জানিয়ে অন্যান্য ক্লাবগুলিকেও এতে শামিল হওয়ার জন্য আহ্বান জানান মেয়র দীপক মজুমদার।

 

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service