2024-12-19
agartala,tripura
রাজ্য

প্রেস ক্লাবের ৪০বছর পূর্তি উপলক্ষে শোভা যাত্রা

 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রেস ক্লাবের চল্লিশ বছর পূর্তি উপলক্ষে শোভা যাত্রা অনুষ্ঠিত হয়। আগরতলা প্রেস ক্লাব চল্লিশ বছর পূর্ণ করলো । এই উপলক্ষ্যে মঙ্গলবার প্রেস ক্লাবের তরফে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এতে প্রেস ক্লাবের সকল সদস্য সহ সাংবাদিক এবং সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত সকল স্তরের কর্মীরা সামিল হয়েছিলেন । এমনকি প্রেস ক্লাবের সদস্য যারা বর্তমানে সাংবাদিকতার কাজ থেকে অবসর নিয়েছেন তাদেরকেও আমন্ত্রণ জানানো হয়। শোভাযাত্রাটি প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে রাজধানীর উজ্জয়ান্ত প্রাসাদ তুলসিবতি স্কুল , কামান চৌমুহনি , পোস্ট অফিস চৌমুহনি, আরএমএস চৌমুহনি হয়ে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে নবীন ও প্রবীণ সকল সাংবাদিক মিলে ফটো সেশনের মধ্য দিয়ে শোভাযাত্রার সমাপ্তি হয়। সব শেষে চল্লিশ বছর বর্ষপূর্তি উপলক্ষে প্রেস ক্লাবে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। এতে সকলে সামিল হন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service