2024-12-19
agartala,tripura
অপরাধ রাজ্য

প্রেমিকার কাছ থেকে প্রতারণার শিকার হয়ে বিষ পান, মৃত্যুর আগে চিঠিতে লিখলো মৃত্যুর কারণ  

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- GB শেষ রক্ষা হল না। অবশেষে চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে পাঁচ দিনের মাথায় মৃত্যু হয় চয়ন আচার্য-র। ছেলের মৃত্যু নিয়ে আইনের দ্বারস্থ হবেন বলে জানান মৃত যুবকের বাবা। জানা গেছে রাজধানীর চারিপাড়া পুলিশ পাড়ার বাসিন্দা চয়ন আচার্য। বয়স আনুমানিক ২৭-র যুবকের সঙ্গে উদয়পুরের এক যুবতীর সম্পর্ক ছিল।

জানা গেছে হাপানিয়া হাসপাতালে চাকরি করে মেয়েটি। প্রেমিকার সঙ্গে কোন ঝামেলা নিয়ে প্রেমিক চয়ন ২৩ এপ্রিল বিষ পান করে। ঘটনা পরবর্তী সময়ে সে তাঁর মাকে জানায়। সঙ্গে সঙ্গে অসুস্থ চয়নকে জিবি হাসপাতালে নিয়ে আসে তাঁর বাবা। সেখানেই চলছিল চিকিৎসা।

এরই মধ্যে শনিবার সকালে মারা যায় যুবকটি। মৃত যুবকের বাবা জানায় মৃত্যুর ১০ মিনিট আগে সে একটি চিঠি লিখে। যাতে উদয়পুরের একটি মেয়ের কথা লেখা ছিল। সেই মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল। চয়নের বাবা জানান তিনি ঘটনা জানিয়ে আমতলী থানায় মামলা করবেন।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service