জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভোটগ্রহণ চলাকালীন প্রিসাইডিং অফিসারকে শারীরিকভাবে নিগ্রহের অভিযোগে অবশেষে পুলিশের জালে ভারতীয় জনতা পার্টি উত্তর জেলা সভাপতি কাজল দাস। সোমবার দুপুরে গ্রেপ্তারের পরেই আদালতে সোপর্দ করে পুলিশ। ঘটনাটি ঘটে ২৬ এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোট গ্রহণের দিন বাগবাসা বিধানসভা কেন্দ্রের ২২ নম্বর বুথে।
অভিযোগ ভোটের দিন বিজেপি জেলা সভাপতি সভাপতি তথা জেলা পরিষদের সদস্য কাজল দাস সহ কিছু লোক মিলে কর্তব্যরত প্রিসাইডিং অফিসারকে শারীরিক ভাবে নিগ্রহ করে। এই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়। এনিয়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। কমিশনের নির্দেশে কদমতলা থানায় মামলা করেন এ আর ও। পুলিশ মামলা নিয়ে তদন্তে নামেন। সোমবার দুপুরে অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। এদিনই তাকে আদালতে তোলা হয়।
Leave feedback about this