জনতার কলম ওয়েবডেস্ক :- আইপিএল অনেক তারকার জন্ম দিয়েছে। যশপ্রীত বুমরা থেকে শুরু করে অনেকেই উঠে এসেছেন এই আইপিএল থেকেই। আরও এক নতুন তারকার জন্ম, প্রিয়াংশ আর্য। এবছরই আইপিএলে অভিষেক। চতুর্থ ম্যাচেই সেঞ্চুরি তুলে নিলেন। প্রিয়াংশ আর্যর তান্ডবে উড়ে গেল চেন্নাই সুপার কিংস। চেন্নাইকে ১৮ রানে হারিয়ে আবার জয়ের সরণিতে পাঞ্জাব কিংস। অন্যদিকে, টানা ৪ ম্যাচে হার চেন্নাইয়ের।
টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রেয়স আয়ার। প্রথম বলে খলিল আমেদকে গ্যালারিতে পাঠিয়ে শুরু করেছিলেন প্রিয়াংশ। ১৯ বলেই হাফ সেঞ্চুরি। অন্য প্রান্তে সতীর্থরা পরপর উইকেট হারালেও নিজের আগ্রাসী মানসিকতা থেকে সরে আসেননি প্রিয়াংশ। ত্রয়োদশ ওভারে মাথেশা পাথিরানাকে পরপর তিনটি ছক্কা ও একটা বাউন্ডারি হাঁকিয়ে ৮০ থেকে ১০২ রানে পৌঁছে যান প্রিয়াংশ।
আগ্রাসী ক্রিকেট প্রিয়াংশের মজ্জাগত। দিল্লি প্রিমিয়ার লিগে প্রথম নজরে আসেন তিনি। সাউথ দিল্লির হয়ে নর্থ দিল্লি স্ট্রাইকার্সের বিরুদ্ধে ৫০ বলে ১২০ রানের ইনিংস খেলেছিলেন। এক ওভারে হাঁকিয়েছিলেন ৬টি ছক্কা। পুরনো দিল্লির বিরুদ্ধে ৫৫ বলে ১০৭। দিল্লি প্রিমিয়ার লিগে ৩টি সেঞ্চুরি। সৈয়দ মুস্তাক আলি টি২০ ক্রিকেটে উত্তরপ্রদেশের বিরুদ্ধে ৪৩ বলে ১০২। এবার আইপিএলেও সেঞ্চুরির কোটা পূর্ণ করলেন। প্রিয়াংশের সেঞ্চুরি আসে ৩৯ বলে, আইপিএলের ইতিহাসে যুগ্মভাবে চতুর্থ দ্রুততম। শেষপর্যন্ত ৪২ বলে ১০৩ করে আউট হন প্রিয়াংশ। ইনিংসে রয়েছে ৭টি চার ও ৯টি ছয়।
প্রিয়াংশের দাপুটে ব্যাটিংয়ের পাশে বাকিরা একেবারেই ম্লান। প্রভসিমরন সিং (২ বলে ০), শ্রেয়স আয়ার (৭ বলে ৯), মার্কাস স্টয়নিস (৭ বলে ৪), নেহাল ওয়াধেরা (২ বলে ১), প্লেন ম্যাক্সওয়েলদের (২ বলে ১) ব্যর্থতা চাপে ফেলতে পারেনি প্রিয়াংশকে। তিনি আউট হওয়ার পর শশাঙ্ক সিং (৩৬ বলে অপরাজিত ৫২) ও মার্কো জানসেনের (১৯ বলে ৩৪) দাপটেই ২০ ওভারে ২১৯/৬ তোলে পাঞ্জাব।
ভাল শুরু করেছিলেন চেন্নাই সুপার কিংসের দুই ওপেনার রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে। ওপেনিং জুটিতে ওঠে ৬১। ম্যাক্সওয়েলের বলে স্টাম্পড হন রাচিন (২৩ বলে ৩৬)। পরের ওভারেই ঋতুরাজকে (১) ফেরান ফার্গুসন। কনওয়ে ও শিবম দূবে চেন্নাইকে লড়াইয়ে রেখেছিলেন। শিবমকে (২৭ বলে ৪২) তুলে মোক্ষম আঘাত ফার্গুসনের। এদিন ব্যাটিং অর্ডারে নিজেকে তুলে নিয়ে এসেছিলেন ধোনি। তিনি ক্রিজে আসার পরই রিটায়ার্ড আউট হয়ে ফিরে যান কনওয়ে (৪৯ বলে ৬৯)। ওই সময় দ্রুত রান তোলার দরকার ছিল। কনওয়ের টাইমিং হচ্ছিল না। জাদেজা (৫ বলে অপরাজিত ৯) অবশ্য কিছু করতে পারেননি। ধোনি (১২ বলে ২৭) চেষ্টা করেছিলেন। তিনি আউট হতেই চেন্নাইয়ের আশা শেষ।
Leave feedback about this