জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে শাসক বিজেপি দল। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা মঙ্গলবার রাতেই ২০ বক্সনগর বিধানসভা কেন্দ্রে তফাজ্জল হোসেন এবং ২৩ ধনপুর বিধানসভা কেন্দ্রে বিন্দু দেবনাথ এর নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। বুধবার থেকেই এই দুইকেন্দ্রে সবকটি বুথে এক যোগে প্রচার কর্মসূচি সংঘটিত করবে বিজেপির দল। প্রচারে অংশ নেবে বিজেপি দলের জোট সঙ্গী আইপিএফটি। আইপিএফটি দলের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বুধবারই একটি বুথের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথাগুলি বললেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। শ্রী ভট্টাচার্য এই দুই কেন্দ্রে বিজেপির জয় সম্পর্কে একশ শতাংশ নিশ্চিত বলে দাবি করেন। একই সঙ্গে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন বিরোধী জোটকে। বলেন কংগ্রেস সিপিএম যতই জোট করুক না কেন জয় হবে নিশ্চিত বিজেপি দলের। ২০২৩ বিধানসভা নির্বাচনে কংগ্রেস সিপিএম জোট হয়েছিল শুধুমাত্র ব্যক্তি বিশেষ কয়েকজনের স্বার্থ উদ্ধারের জন্য। এই জোটকে মানুষ ভালোভাবে মেনে নেয়নি। ধনপুর আসনটি এমনিতেই বিজেপির অনুকূলে রয়েছে বাকি বক্সনগর এর মানুষ তৈরি হয়ে রয়েছে বিজেপি দলকে এই আসনটি উপহার দিতে। এদিকে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য এদিন আরো জানান, বৃহস্পতিবার দিন দুটি কেন্দ্রে প্রার্থীদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করবে বিজেপি দল। উপস্থিত থাকবে, মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, এমপি ও বিধায়করা। এছাড়াও দলের নর্থ ইস্ট কোঅর্ডিনেটর, প্রভারি রাজ্য নেতৃত্বরাও উপস্থিত থেকে মনোনয়নপত্র দাখিল করবে।
Leave feedback about this