2025-08-27
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

“প্রাথমিক চিকিৎসা পেলেই বাঁচতো মেয়ে”—পরিবারের অভিযোগ আইজিএম-এর বিরুদ্ধে

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-রাজ্যে ফের চিকিৎসার অবহেলার জেরে প্রাণ গেল এক স্কুলছাত্রীর। অভিযোগ উঠেছে রাজধানীর আইজিএম হাসপাতালের বিরুদ্ধে। বুধবার দুপুরে রামকৃষ্ণ স্কুলের নবম শ্রেণির ছাত্রী পাপিয়া সরকার অসুস্থ হয়ে পড়ে। স্কুল কর্তৃপক্ষ দ্রুত তাকে আইজিএম হাসপাতালে নিয়ে আসে এবং খবর দেওয়া হয় পরিবারের লোকজনকে। পরে জয়নগর থেকে পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছান।

পরিবারের অভিযোগ, হাসপাতালে আনার পর প্রায় তিন ঘণ্টা কেটে গেলেও কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা পর্যন্ত করেননি। শুধু রক্তের নমুনা সংগ্রহ করে রিপোর্টের অপেক্ষায় রাখা হয়েছিল মেয়েটিকে। এসময় আইজিএম হাসপাতালের বিছানায় কাতরাতে কাতরাতে মৃত্যু হয় নবম শ্রেণির এই পড়ুয়ার।

মৃতার পরিবার অভিযোগ তুলেছে— চিকিৎসকরা দায়িত্ব পালন করেননি, সামান্য প্রাথমিক চিকিৎসা দিলেও হয়তো পাপিয়ার মৃত্যু ঠেকানো যেত।

প্রসঙ্গত, গত কয়েক বছরে রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা অবহেলার কারণে একাধিক মৃত্যুর ঘটনা সামনে এসেছে। তবুও সরকারি মহল দাবি করছে, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ক্রমশ উন্নত হচ্ছে। কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা— স্বাস্থ্যব্যবস্থা ধীরে ধীরে বেহাল হয়ে পড়ছে, এমনটাই অভিযোগ জনমানসে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service