2024-12-27
Ramnagar, Agartala,Tripura
দেশ রাজনৈতিক রাজ্য

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর প্রয়াণে মুখ্যমন্ত্রীর শোক প্রকাশ 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর প্রয়াণে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ‘ড. মনমোহন সিং ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ। দেশের প্রাক্তন অর্থমন্ত্রী ও পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী হিসেবে তিনি তাঁর দক্ষতার পরিচয় দিয়েছিলেন।

দেশের অর্থনীতির উন্নয়নে তাঁর অবদান দেশবাসী দীর্ঘকাল স্মরণ করবে। ড. মনমোহন সিং-এর প্রয়াণে দেশ একজন বিচক্ষণ, গুণী এবং সজ্জন রাজনীতিবিদকে হারালো। ’শোকবার্তায় মুখ্যমন্ত্রী প্রয়াত মনমোহন সিং-এর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service