জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রাণে মারার হুমকি দিয়েছে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বিধায়ক বীরজিৎ সিনহাকে। অভিযোগ জানিয়ে স্বরাষ্ট্র সচিব ও পুলিশ মহানির্দেশককে চিঠি দিয়েছে বিধায়ক বীরজিৎ সিনহা। কৈলা শহরে জনৈক্ আব্দুল মান্নানের নেতৃত্বে একটি মাফিয়াচক্র গজিয়ে উঠেছে সম্প্রতি। পূর্ত দপ্তর, ডি ডব্লিউ এস সহ সমস্ত রকম সরকারি কাজে টেন্ডার প্রাপকদের বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিয়ে টাকা হাতিয়ে নেওয়াই হচ্ছে এই মাফিয়াচক্রের মূল উদ্দেশ্য। সম্প্রতি কুমারঘাট ডিডব্লিউএস থেকে মোটা অংকের একটি টেন্ডার বের হয়েছিল। আব্দুল মান্নানের মাফিয়াচক্র বিভিন্নভাবে হুমকি- ধমকি দিয়ে টেন্ডারটি ক্যানসেল করিয়েছিল। এ নিয়ে কৈলাশহরের কংগ্রেস বিধায়ক বীরজিত সিনহা সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রীকে একটি চিঠি লিখেছিল। মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ পদক্ষেপ গ্রহণ করায় ওই মাফিয়া চক্রটি ভেজায় ক্ষুব্ধ হয়ে পড়েছে বীরজিত সিনহার ওপর। গত কয়েকদিন ধরে কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহাকে আব্দুল মান্নানের মাফিয়া চক্রটি প্রাণে মারার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিধায়ক বীরজিৎ সিনহা। ইতিমধ্যেই শ্রী সিনহা, স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহানির্দেশক, রাজ্য বিধানসভা, কৈলাশহর এসপি ও কৈলাশহর থানার ওসিকে চিঠি দিয়ে জানিয়েছেন। বুধবার আগরতলাস্থিত নিজ বাসভবনে এক সাংবাদিক বৈঠকে সরাসরি এই অভিযোগ তুলেছে বীরজিৎ সিনহা। এদিনের সাংবাদিক বৈঠকে কংগ্রেস বিধায়ক বিরজিৎ সিনহা মাফিয়া চক্রের কথোপকথন সংক্রান্ত একটি অডিও ক্লিপও সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন। প্রসঙ্গত, মাত্র কিছুদিন আগে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা মাফিয়া মুক্ত ত্রিপুরার ডাক দিয়েছিল। মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছে, মাফিয়া শব্দটি যাতে ত্রিপুরায় না থাকে। সেজন্য পুলিশ মহা নির্দেশককে কড়া নির্দেশও জারি করেছিল। এই দিনের সাংবাদিক বৈঠকে কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা এই বিষয়টিও উপস্থাপন করেছিল সাংবাদিকদের সামনে।
Leave feedback about this