2024-12-27
Ramnagar, Agartala,Tripura
দেশ রাজনৈতিক

প্রাক্তনকে শেষ শ্রদ্ধা প্রধানমন্ত্রীর, সাত দিনের রাষ্ট্রীয় শোক, শনিবার শেষকৃত্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে শেষ শ্রদ্ধা জানাতে শুক্রবার সকালে নয়াদিল্লির মোতীলাল নেহরু মার্গে পৌঁছন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডাও মনমোহনের বাড়িতে পৌঁছন। সেখানে প্রাক্তন প্রধানমন্ত্রীর মরদেহ প্রণাম করে শ্রদ্ধা জ্ঞাপন করেন তাঁরা।

মনমোহনকে শ্রদ্ধা জানাতে শুক্রবার সকালে তাঁর বাড়িতে যান কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। এ ছাড়াও অনেক বিজেপি নেতা তাঁর বাড়িতে যান। যান কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীও। পরে পৌঁছন রাহুল গান্ধী।রাজনৈতিক দূরত্ব ভুলে শুক্রবার সকাল থেকে ওই বাড়িতে একে একে জড়ো হন শাসক এবং বিরোধী দলের নেতারা।

কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, পূর্ণ রাষ্ট্রীয় মর‍্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য হবে শনিবার। প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের প্রয়াণে গোটা বিশ্ব থেকে শোকবার্তা এসেছে। বিভিন্ন দেশের বিদেশ সচিব তাদের শোক বার্তায় বিভিন্ন উল্লেখযোগ্য দিকগুলি তুলে ধরেছেন।

আমেরিকার সাথে পরমানু চুক্তির কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, মনমোহন সিং ভারত-আমেরিকার কৌশলগত সম্পর্কের ক্ষেত্রে অন্যতম সফল ব্যক্তি দুই দশকে ভারত এবং আমেরিকার সম্পর্ক যেমন উচ্চতায় পৌঁছেছিল তার স্থপতি হিসেবেও মনমোহন সিং কৃতিত্ব দিয়েছেন অ্যান্টনি ব্লিঙ্কেন।

এদিন শেষ শ্রদ্ধা জানিয়ে মনমোহন সিংয়ের। দেহরক্ষী জানালেন, বিএমডব্লিউ ওনার পছন্দ ছিল না। পছন্দ ছিল মারুতি এইট-১০০। মারুতি এইট-১০০-এর দিকে তাকিয়ে অনেক সময় আফসোস করতে শোনা গেছে মনমোহন সিংকে। শোক জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রদূত।

তিনি সামাজিক মাধ্যমে মনমোহন সিংকে শ্রদ্ধা জানিয়ে লেখেন ভারত এবং রাশিয়ার জন্য এটা গভীর দুঃখের সময়। উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে মনমোহন সিংয়ের ভূমিকা ছিল অন্যতম। দেশ বিদেশের কাছেও তিনি স্মরণীয় ব্যক্তি।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service