2024-12-22
Ramnagar, Agartala,Tripura
খেলা

প্রাইজ মানি ফুটবল ম্যাচে জয়ী ভগৎ সিং সামাজিক সংস্থা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এভারগ্রীন লীগ কাম নকআউট প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ২০ তম আসরের শিরোপা দখল করল ভগৎ সিং সামাজিক সংস্থা। বৃহস্পতিবার কমলপুর কালীবাড়ি মাঠে অনুষ্ঠিত হয় এই ফাইনাল ম্যাচ । কানায় কানায় দশকে ভর্তি মাঠে এদিন ফাইনালে ম্যাচের সূচনা করেন বিধায়ক মনোজ কান্তি দেব। উপস্থিত ছিলেন নগর পিতা প্রশান্ত সিনহা, নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার, দুর্গা চৌমুহনি পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস পাল সহ অন্যান্যরা । এরপর সেরার শিরোপা দখলের লড়াই শুরু করে মহাবীর অফিস টিলা ও ভগৎ সিং সামাজিক সংস্থা। ভিড়ে ঠাসা মাঠে ৩০ মিনিট করে দুই হাফে কোন গোল হয়নি । গোল শুন্য থাকে । নির্ধারিত খেলার পর শুরু হয় ট্রাই বেকার। পাঁচটি শর্টেও বজায় থাকে দুইদলের সমতা। সাইডেন ডে তে টাই ব্রেকারে সঞ্জন ডেকার একমাত্র গোলে ভগৎ সিং সামাজিক সংস্থা জয়লাভ করে ।

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service