জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রশাসনকে প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ায় সরকারের অন্যতম উদ্দেশ্য ও লক্ষ্য। আর সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রতি তিন মাস অন্তর অন্তর জেলার সমস্ত ধরনের উন্নয়নমূলক কর্মসূচির কাজের পর্যালোচনা করতে অনুষ্ঠিত হয়ে থাকে পর্যালোচনা সভা তথা সাধারন সভা। বুধবার এরকমই একটি সভা অনুষ্ঠিত হয় আগরতলা পশ্চিম জেলার জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে। পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এদিনের এই সাধারণ সভায় উপস্থিত ছিলেন খাদ্য ও পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়া ওছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি হরিদুলাল আচার্য, বিধায়িকা মিনারানী সরকার, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। গুরুত্বপূর্ণ এই সভায় জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকরা প্রশাসনিক উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন। বিগত দিনের কাজের পর্যালোচনার পাশাপাশি আগামী দিনের কাজের রূপরেখা নিয়েও আলোচনা করেন মন্ত্রীর জন প্রতিনিধি থেকে শুরু করে আধিকারিকরা। এদিনের এই বৈঠকের গুরুত্ব তুলে ধরে মন্ত্রি সুশান্ত চৌধুরী বলেন প্রশাসনকে আরো কিভাবে জনমুখী করা যায় এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি মানুষ যাতে সঠিকভাবে ভোগ করতে পারেন সে বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় বৈঠকে। পশ্চিম জেলার কাজকর্মের সার্বিক অগ্রগতি দেখে অনেকটাই খুশি মন্ত্রী শ্রী চৌধুরী। তিনি এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য প্রশাসনিক আধিকারিকদের প্রতি আহ্বান রাখেন এদিন।
Leave feedback about this