জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অকালে চলে গেলেন প্রতিভাবান সাংবাদিক কনাদ মোদক। মাত্র ৪০ বছর বয়সে বুধবার সকালে ধলেশ্বর নিজ বাড়িতে প্রয়াত হন। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে আগরতলা প্রেস ক্লাব সহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। প্রয়াত সাংবাদিক কনাদ মোদক বহুদিন ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন।ত্রিপুরা ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় অনেক চিকিৎসা করেছেন। অসুস্থতার কারণে কর্মজীবন থেকে প্রায় দুই মাস ধরে এক প্রকার দূরে ছিলেন।
কিন্তু সুস্থ হয়ে স্বাভাবিক ভাবে ফেরা হল না। প্রায় ১ মাস ধরে রাজধানীর ধলেশ্বর নিজ বাড়িতেই শয্যাশায়ী ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আশিষ মোদকের ছেলে সাংবাদিক তথা আগরতলা প্রেস ক্লাবের সদস্য কনাদ মোদক। সেখানে তাঁর চিকিৎসা চলছিল। অবশেষে বুধবার সকালে সাংবাদিক কনাদ মোদকের জীবনদ্বিপ নিভে যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪০ বছর। মৃত্যুকালে রেখে গেছেন মা-বাবা-ভাই সহ আত্মীয়স্বজন ও বহু গুণমুগ্ধদের।
আগরতলা প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক কনাদ মোদক বিভিন্ন ইলেক্ট্রনিক্স মিডিয়াতে কাজ করেছেন। তাঁর মৃত্যুর খবর পেয়ে বাড়িতে ছুটে যান আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক প্রণব সরকার সহ অন্য সাংবাদিকরা। ছুটে গেছেন নাট্য জগতের লোকজনও। প্রয়াত সাংবাদিকের শবদেহ নিজ বাড়ি থেকে নিউজ টুডে অফিস হয়ে আগরতলা প্রেস ক্লাবের সামনে আনা হয়। সেখানে প্রয়াতকে শেষবারের মতো শ্রদ্ধা জানান বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, বিধায়ক সুদীপ রায় বর্মণ, বিরোধী দলনেতা জিতেন চৌধুরী, তথ্য- সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সম্পাদক রমাকান্ত দে, প্রাক্তন সম্পাদক প্রণব সরকার, প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সদস্য কমল চৌধুরী, সৌরজিত পাল সহ অন্যরা।
প্রেস ক্লাবের সামনে থেকে নিয়ে যাওয়া হয় বটতলা শ্মশানে। সেখানেই হয় শেষ কৃত্য। কনাদ মোদকের মৃত্যুতে শোক জানিয়েছে আগরতলা প্রেস ক্লাব। শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উনারা প্রয়াত সাংবাদিকের পরিবারের প্রতি সমবেদনা জানান।
Leave feedback about this