জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আরও এক সাংবাদিকের অকাল প্রয়াণ। শনিবার প্রয়াত হন সাংবাদিক তপন কুমার দাস। মাত্র ৪৮ বছর বয়সে তিনি প্রয়াত হন। প্রয়াত সাংবাদিক তপন কুমার দাস বেশকিছু দিন আগে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিছুটা সুস্থ হওয়ার পর হাসপাতাল থেকে ছুটি নিয়ে ভাড়া বাড়িতে যান।
শনিবার ভোরে ভাড়া বাড়িতে তিনি গুরুতর ভাবে অসুস্থ হয়ে পড়েন। সাথে সাথে পরিবারের লোকজন তাঁকে জিবি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে দেন। তাঁর মৃত্যুতে সংবাদ জগৎ-এর এক অপূরণীয় ক্ষতি হয়েছে বলে অভিমত ত্রিপুরা ওয়েব মিডিয়া ফোরামের । সাংবাদিক তপন কুমার দাসের প্রয়াণে শোক জানিয়েছে ত্রিপুরা ওয়েব মিডিয়া ফোরাম। সমবেদনা জানিয়েছে তাঁর পরিবার পরিজনদের প্রতি।
Leave feedback about this