জনতার কলম ওয়েবডেস্ক :- প্রয়াত সিপিআইএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। ২৫ দিনের যুদ্ধ শেষে হাসপাতালেই প্রয়াত হলেন সীতারাম ইয়েচুরি। বয়স হয়েছিল ৭২ বছর। ফুসফুসে সংক্রমণ ছিল। নিউমোনিয়া হয়েছিল সিপিআইএম নেতার। গত ১৯ অগস্ট নিউমোনিয়া নিয়ে নয়া দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে।
গত কয়েকদিন ধরে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছিল। প্রথম থেকেই আইসিইউয়ে রাখা হয়েছিল তাঁকে। সোমবার রাতে অবস্থার অবনতি হয়। কৃত্রিম শ্বাসযন্ত্রের সাহায্য নিতে হয় চিকিৎসকদের। বৃহস্পতিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। সিপিএম পলিটব্যুরোর সদস্য নীলোৎপল বসু জানিয়েছেন, সীতারাম আর নেই। দুপুর ৩টে তিন মিনিটে প্রয়াত হন সীতারাম।
Leave feedback about this