জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সম্প্রতি প্রয়াত হয়েছেন কংগ্রেসের কর্মচারী সংগঠনের প্রাক্তন দুই নেতা দুলাল চক্রবর্তী ও ভবানন্দ মজুমদার। তাদের রবিবার স্মরণ করলো ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। রবিবার কংগ্রেস ভবনে হয় স্মরণসভা। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মণ সহ অন্যরা। দুই প্রয়াত কর্মচারী নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তারা।
ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, দীর্ঘদিন কর্মজীবনে কংগ্রেসের জাতিয়তাবাদী সংগঠক হিসেবে দল ও সংগঠনকে মজবুত করার জন্য নিষ্ঠা ও সততা দিয়ে কাজ করে গেছেন প্রয়াত দুই নেতা।আগামী দিনেও তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে কংগ্রেস ও কর্মচারী সংগঠন এগিয়ে যাবে। প্রয়াত দুলাল চক্রবর্তী ছিলেন ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের প্রাক্তন অফিস সম্পাদক ও কোষাধ্যক্ষ। গ্রামীণ ব্যাঙ্ক অফিসারস এসোসিয়েশন সভাপতি ছিলেন প্রয়াত ভবানন্দ মজুমদার।
Leave feedback about this