2024-12-19
agartala,tripura
রাজ্য

প্রয়াত চিত্র সাংবাদিক দেবাশীষ বড়ুয়াকে শেষ শ্রদ্ধা জানালেন আগরতলা প্রেস ক্লাব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- না ফেরার দেশে পারি দিলেন দৈনিক সংবাদের চিত্র সাংবাদিক দেবাশীষ বড়ুয়া। সোমবার সকাল সাড়ে ছয়টা নাগাদ জি বি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন তিনি।মৃত্যু কালে বয়স হয়েছিল ৫২ বছর। চিত্র সাংবাদিক দেবাশীষ বড়ুয়ার মৃত্যুর খবর পেয়েই জি বি হাসপাতাল ও বাড়িতে ছুটে যান সাংবাদিক সহ সংবাদ মাধ্যমের সহকর্মীরা।দুপুর ২ টা নাগাদ দেহ আগরতলা প্রেসক্লাবে নিয়ে এলে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সহ সম্পাদক কমল চৌধুরী, প্রাক্তন সম্পাদক প্রণব সরকার, ভুপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্টের চেয়ারম্যান সঞ্জয় পাল সহ পরিচালন কমিটির সদস্যরা।মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র সহ অনেক আত্মীয় পরিজন এবং গুণমুগ্ধদের রেখে গেছেন। উনার মৃত্যুতে গভীর শোক প্রাকাশ করেছে আগরতলা প্রেস ক্লাব।তাঁর অকাল প্রয়ানে সংবাদ জগতে গভীর শোকের ছায়া নেমে আসে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service