2024-12-28
Ramnagar, Agartala,Tripura
দেশ

প্রবল বৃষ্টি দিল্লিতে,হু হু করে নামল তাপমাত্রা

জনতার কলম ওয়েবডেস্ক :-প্রবল বৃষ্টি দিল্লিতে। গত ২৭ বছর রাজধানীতে এত বৃষ্টি হয়নি। আর এই নয়া রেকর্ডের ধাক্কায় হু হু করে নামল তাপমাত্রা। পারদ নেমেছে ১৩ ডিগ্রি সেলসিয়াসের নিচে। তবে এই পরিস্থিতিতে বায়ুদূষণে প্রকোপ থেকে অনেকটাই রেহাই মিলেছে। এয়ার কোয়ালিটি ইনডেক্স দাঁড়িয়েছে ১৭৯-তে। আবহাওয়া দপ্তর সপ্তাহান্তেও প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। জারি হয়েছে ‘হলুদ সতর্কতা’।

এদিকে গত ২৭ বছরে বৃষ্টির রেকর্ড ইতিমধ্যেই ভেঙে গিয়েছে। এবারের ডিসেম্বরে ৪২.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দিল্লি এবং সংলগ্ন এনসিআর এলাকায় গত কয়েক দিন ধরেই বৃষ্টি হচ্ছে। গতকাল, শুক্রবার সকালেও দিল্লির আকাশ ছিল মুখভার। রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির প্রাবল্যের সঙ্গে সঙ্গেই বইতে থাকে হাড়কাঁপানো বাতাস।

যার জেরে নামতে থাকে তাপমাত্রা। শনিবারও জারি একই রকম আবহাওয়া। আর তার জেরে দূষণের সূচক এয়ার কোয়ালিটি ইনডেক্স দাঁড়িয়েছে ১৭৯-তে। যদিও তা ‘সন্তোষজনক’ নয়। ‘সহনীয়’। প্রসঙ্গত, একিউআই শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তো ‘ভালো’। ৫১ থেকে ১০০-র মধ্যে ‘সন্তোষজনক’। ১০১ থেকে ২০০-র ভিতরে থাকলে তা ‘সহনীয়’ বলে ধরা হয়। ২০০ পেরিয়ে গেলেই সূচকের মান আশঙ্কাজনক হয়ে ওঠে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service