2025-07-26
Ramnagar, Agartala,Tripura
দেশ রাজনৈতিক

প্রধানমন্ত্রী হিসাবে ইন্দিরা গান্ধীর রেকর্ড ভাঙলেন মোদি

জনতার কলম ওয়েবডেস্ক :- ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোনি এবার গড়লেন এক নতুন রেকর্ড। নিরবচ্ছিন্নভাবে লায়িত্ব পালনের নিরিখে তিনি এবার ছাড়িয়ে গেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গন্ধীকে। শুক্রবার পর্যন্ত মোদির দায়িত্ব পালনের মোট সময় হয়েছে ৪. ০৭৮ দিন, যেখানে ইন্দিরা গান্ধীর টানা প্রধানমন্ত্রিত্ব ছিল ৪,০৭৭ দিন। কলে মোবি এখন ভারতের দ্বিতীয় সর্বাধিক সময় ধরে টানা প্রধানমন্ত্রী থাকার নজির স্থাপন করলেন।

বলা বাহুল্য, ইন্দিরা গান্ধী ১৯৬৬ সালের ২৪ জানুয়ারি থেকে ১৯৭৭ সালের মার্চ পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী ছিলেন। এই সময়কালের মধ্যেই জরুরি অবস্থার মতো ঐতিহাসিক অধ্যায় পার করেছে ভারত। তবে সেই রেকর্ড এবার ছাপিয়ে গেলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী মোদি। ২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী গনে বসেন নরেন্দ্র মোদি। এরপর ২০১৯ ও ২০২৪: পরপর তিনবার লোকসভা নির্বাচনে জিতে তাঁর নেতৃত্বে সরকার গঠন করে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। বলা বাজল্য, ২০১৪ সালে বিজেপি ২৭২টি আসনে নিরঘুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রের ক্ষমতায় আসে নরেন্দ্র মোদি। পাঁচ বছর পর লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে ৩০৩টিতে জয়ী হয়ে দলটি আসন উন্নতি করে। যদিও বিজেপি ২০২৪ সালে অর্ধেক পথ অতিক্রম করতে ব্যর্থ হয়েছিল।

নেহরুছাড়া তিনি একমাত্র প্রধানমন্ত্রী যিনি পরপর তিনটি নির্বাচনে দলের নেতা হিসেবে জয়ী হয়েছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী হিসাবে ইতিমধ্যেই এবাধিক নজির গড়েছেন নরেন্দ্র মোদি। ভারতের স্বাধীনতার পর জন্মগ্রহণ করা প্রথম প্রধানমন্ত্রী তিনি। প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী হিসাবে সবচেয়ে বেশি সময় ধরে কুসিতে থাকার নজিরও রয়েছে। এছাড়াও অহিন্দিভাষী রাজ্য থেকে আসা নেয়া হিসাবেও দীর্ঘতম সময় প্রধানমন্ত্রী থাকার নজির গড়েছেন তিনি।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখন শুধুমাত্র পিছিয়ে রয়েছেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর থেকে। স্বাধীন ভারতের নেতা নেহরু টানা ৬.১৩১ দিন প্রধানমন্ত্রী পদে ছিলেন। সেই রেকর্ড ছাপাতে গেলে মোদিকে আরও পাঁচ বছরেরও বেশি সময় দায়িত্বে থাকতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি মোদির রাজনৈতিক জীবনের এক গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক মুহূর্ত। পাশাপাশি, তিনিই এখন পর্যন্ত, ভারতের সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্বে থাকা অকংগ্রেসি প্রধানমন্ত্রী।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service