2024-12-18
agartala,tripura
রাজ্য

প্রধানমন্ত্রী সর্বদা বলে থাকেন যতদিন উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন না হবে, ততদিন দেশেরও উন্নয়ন হবে না : মুখ্যমন্ত্রী 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে বর্তমানে অনেক গুলি ক্ষুদ্র শিল্প রয়েছে। এই শিল্প গুলিতে প্রায় ৩ লক্ষ মানুষ কর্মরত রয়েছে। টিআইআইপি-এর মাধ্যমে মূলধনি বিনিয়োগের মাধ্যমে ভর্তুকি দেওয়া হয়ে থাকে। যাতে করে আরও বেশি করে বিনিয়োগকারিরা রাজ্যে আসে। রাজ্য সরকার বাইরে থেকে বিনিয়োগকারীদের রাজ্যে নিয়ে আসার চেষ্টা করছে। সোমবার প্রজ্ঞা ভবনে উন্নতি প্রকল্পের উপর আয়োজিত সচেতনতা মূলক কর্মশালায় একথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

উত্তর-পূর্ব ট্রান্সফর্মেটিভ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন স্কিমের উপর সচেতনতা মূলক কর্মশালা হয় রাজধানীর প্রজ্ঞা ভবনে। কর্মশালার সুচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। কর্মশালার উদ্বোধনি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা, দপ্তরের সচিব কিরন গিত্যে, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান, এমডি সহ অন্যান্যরা।

কর্মশালায় এদিন আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন রাজ্যে বর্তমানে অনেক গুলি ক্ষুদ্র শিল্প রয়েছে। এই শিল্প গুলিতে প্রায় ৩ লক্ষ মানুষ কর্মরত রয়েছে। টিআইআইপি-এর মাধ্যমে মূলধনি বিনিয়োগের মাধ্যমে ভর্তুকি দেওয়া হয়ে থাকে। যাতে করে আরও বেশি করে বিনিয়োগকারিরা রাজ্যে আসে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সর্বদা বলে থাকেন যতদিন উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন না হবে, ততদিন দেশেরও উন্নয়ন হবে না। উত্তর-পূর্বাঞ্চলের শিল্প উদ্যোগকে আরও মজবুত করার জন্য উত্তর-পূর্ব ট্রান্সফর্মেটিভ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন স্কিম চালু করা হয়েছে। যারা বিনিয়গ করতে ইচ্ছুক তাদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service