জনতার কলম ওয়েবডেস্ক :- কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকালকে ভারতে কর্মসংস্থানের জন্য ‘স্বর্ণযুগ’ বলে অভিহিত করেছেন। মধ্যপ্রদেশের ভোপালে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী রোজগার মেলায় সফল প্রার্থীদের নিয়োগপত্র বিতরণকালে তিনি এই মন্তব্য করেন।
দেশব্যাপী কর্মসংস্থান অভিযানে সারা দেশে ৫১,০০০-এরও বেশি যুবক সরকারি চাকরির জন্য নিয়োগপত্র পেয়েছেন। প্রধানমন্ত্রী মোদীও ভার্চুয়ালি অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে চৌহান বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গি ভারতের জন্য আশীর্বাদ। তাঁর নেতৃত্বে আমরা ‘বিকশিত ভারত’ গড়ে তোলার এক মহা মিশনে আছি। সকল ক্ষেত্রে অসাধারণ কাজ হচ্ছে। কর্মসংস্থানের ক্ষেত্রে, প্রধানমন্ত্রী মোদীর বর্তমান মেয়াদ একটি স্বর্ণযুগ, কারণ ২৫ কোটিরও বেশি মানুষ দারিদ্র্যসীমার উপরে উঠে এসেছে। তিনি দারিদ্র্যকে মূল থেকে উপড়ে ফেলেছেন।”
“সরকারি চাকরির কথা বলতে গেলে – ইতিমধ্যেই ১০ লক্ষেরও বেশি যুবককে কর্মসংস্থান দেওয়া হয়েছে”, তিনি আরও যোগ করেন।
চৌহান জোর দিয়ে বলেন যে শনিবার রেলওয়ে সহ বিভিন্ন বিভাগে ৫১,২০০ জনেরও বেশি যুবককে সম্পূর্ণ স্বচ্ছ, যোগ্যতা-ভিত্তিক প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ করা হয়েছে।
নবনিযুক্ত প্রার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তাদের কর্মসংস্থান কেবল ব্যক্তিগত সাফল্যই নয় বরং ‘বিকশিত ভারত’ গঠনে তাদের ভূমিকার প্রতীক। তিনি প্রধানমন্ত্রী মোদীর দূরদর্শী নেতৃত্ব এবং যুব ক্ষমতায়নের প্রতি অব্যাহত প্রতিশ্রুতির জন্য ধন্যবাদ জানান।
Leave feedback about this