জনতার কলম ওয়েবডেস্ক:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১২৫তম পর্বে দেশবাসীকে উদ্দেশ্য করে বক্তব্য রাখেন। এদিন তিনি সম্প্রতি উত্তর ভারতের বন্যা ও ভূমিধসের মতো প্রাকৃতিক বিপর্যয়ের প্রসঙ্গ তুলে ধরেন এবং বলেন যে সংকটের সময়ে দেশ আধুনিক প্রযুক্তি ও সম্পদের কার্যকর ব্যবহার করেছে।
প্রধানমন্ত্রী জানান, “সংকটের সময় জওয়ানরা থার্মাল ক্যামেরা, লাইভ ডিটেক্টর, স্নিফার ডগ এবং ড্রোনের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করেছেন। হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে এবং আহতদের এয়ারলিফট করে সরানো হয়েছে। এর ফলে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম আরও দ্রুত সম্পন্ন করা সম্ভব হয়েছে।”
বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করে তিনি বলেন, “বর্ষার এই মৌসুম দেশকে কঠিন পরীক্ষার সামনে দাঁড় করিয়েছে। কোথাও ঘরবাড়ি ও চাষের জমি ভেসে গেছে, কোথাও ভেঙে পড়েছে সেতু ও সড়ক। বহু পরিবার সর্বস্ব হারিয়েছে। যারা প্রিয়জনকে হারিয়েছেন, তাদের বেদনা সমগ্র জাতির বেদনা।”
প্রধানমন্ত্রী এনডিআরএফ, এসডিআরএফ, সেনা ও অন্যান্য নিরাপত্তা বাহিনীসহ উদ্ধার কাজে নিয়োজিত সকলের প্রশংসা করেন। স্থানীয় মানুষ, সমাজকর্মী, চিকিৎসক এবং প্রশাসনের সক্রিয় ভূমিকারও তিনি বিশেষভাবে উল্লেখ করেন।
মোদি বলেন, “দুর্যোগের সময়ে একসঙ্গে কাজ করার শক্তিই ভারতের প্রকৃত শক্তি। প্রযুক্তি, সম্পদ এবং মানবিক সংবেদনশীলতার সমন্বয় প্রমাণ করেছে—ভারত যেকোনো চ্যালেঞ্জের সামনে দৃঢ়ভাবে দাঁড়াতে সক্ষম।”
Leave feedback about this